বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সহিংসতার ১১ দিনে পুড়েছে ১১৪ গাড়ি গ্রেফতার ১৬৩৬

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ থেকে সহিংসতা শুরুর পর ১১ দিনে কমপক্ষে ১১৪টি গাড়ি পোড়ানো হয়েছে। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩১ অক্টোবর ১২টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি ও গতকাল ৭ নভেম্বর ১টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে,  অগ্নিসংযোগগুলোর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি। এ ছাড়া, পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অগ্নিসংযোগ, সহিংসতা, নাশকতায় ২৮ অক্টোবর থেকে গত সোমবার পর্যন্ত ৮ দিনে ডিএমপিতেই ১১২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে বিএনপির ১ হাজার ৬৩৬ জন নেতা-কর্মী। এদিকে সহিংসতা ও নাশকতাকারীর তথ্য প্রদানকারীকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। ডিএমপি সূত্র জানায়, মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ১০ দিনে বিএনপির ১ হাজার ৬৩৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ১০ দিনে রাজধানীতে মোট মামলা হয়েছে ১১২টি। রাজধানীতে ২৮ অক্টোবর এক দিনে গ্রেফতার হয়েছিল ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন এবং ৬ নভেম্বর ৮২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এই সময়ে রমনা বিভাগে মামলা হয়েছে ১৩টি, লালবাগে ৭টি, মতিঝিলে ৩৫টি, ওয়ারীতে ১৭টি, তেজগাঁওয়ে ৬টি, মিরপুরে ১৯টি, গুলশানে ১১টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি। পুলিশ সদরদফতর থেকে জানানো হয়েছে, অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে। এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও একই ঘোষণা দেন। রাজধানীতে গাড়িতে আগুন দেওয়া কাউকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। গতকাল বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।

সর্বশেষ খবর