বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাংবিধানিক ধারা বানচাল হবে না

কুষ্টিয়া প্রতিনিধি

সাংবিধানিক ধারা বানচাল হবে না

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি-জামায়াত ও কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে। বিএনপি-জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে এতে দেশের অর্থনীতি ও মানুষের জানমাল এবং শান্তি নষ্ট হচ্ছে। নির্বাচন নিয়ে হইচইয়ের আড়ালে মূলত বিএনপি-জামায়াত ও বিদেশি চক্র সরকার অদলবদলে একই সুরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে পঁচাত্তর ও এক-এগারো ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কোনো অজুহাতে বা চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেওয়া হবে না। গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাসানুল হক ইনু এসব কথা বলেন। এ সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে জোটে আওয়ামী লীগ ও জাসদের বিরোধ নিয়ে ইনু বলেন, খন্দকার মোশতাকের দালালরা দল দুর্বল করার চেষ্টা করে।

আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই। সরকারই নাশকতা করছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, কারা করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।

সর্বশেষ খবর