বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন পর্যবেক্ষণে ইইউ কমনওয়েলথ এনডিআই

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা সাড়া দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে। ১৯ নভেম্বর কমনওয়েলথ সেক্রেটারিয়েটের প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট  মিশনের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির মুখপাত্র। তিনি বলেন, ১৯ নভেম্বর কমনওয়েলথের প্রাকনির্বাচন মূল্যায়ন দল (প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) নির্বাচন কমিশনের সঙ্গে সভা করবে বলে তারিখ নির্ধারিত হয়েছে। এ ছাড়া অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যে প্রাকনির্বাচন মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।

সর্বশেষ খবর