শিরোনাম
শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়া ম্যাচের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা

বাঁ হাতের তর্জনী ভেঙে সাকিব আল হাসান এখন ঢাকায়। রিহ্যাব করছেন। মাঠের বাইরে থাকতে হবে এক মাস। ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজে তিনি খেলবেন না। ৬ নভেম্বর শ্রীলঙ্কা ম্যাচে ব্যথা পেয়েছিলেন তিনি। টাইগার অধিনায়ককে ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল এখন ‘শিক্ষানগরী’ পুণেতে। ১১ নভেম্বর অস্ট্রেলিয়া ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। সাকিব ঢাকায়। তার পরিবর্তে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। অথচ শ্রীলঙ্কায় বসে সাকিবকে পাথর ছুড়ে মারার হুমকি দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস। ডেকান ক্রনিকলকে ট্রভিন বলেছেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের কোনো খেলোয়াড়ি চেতনা নেই। শ্রীলঙ্কায় তাকে স্বাগত জানানো হবে না। যদি আন্তর্জাতিক ম্যাচ কিংবা এলপিএল খেলতে আসে, তাহলে তার দিকে পাথর ছুড়ে মারা হবে।’ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেট জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে ২৪.২০ ওভারে সাকিবের আবেদনে টাইমড আউট হন ম্যাথুস। ওই ঘটনাবহুল আউটের পর থেকেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। টাইগার অধিনায়ককে ছাড়াই অস্ট্রেলিয়া ম্যাচের প্রস্তুতি নেওয়া শুরু করেছে টাইগাররা। প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে খেলতে এসেছেন এনামুল বিজয়। গতকাল দেশ থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ৭ নভেম্বর ঢাকায় গিয়েছিলেন ডান হাতি ওপেনার। সে দিনই দিল্লি থেকে পুণে আসে ক্রিকেটাররা। বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ বাঁ হাতি ওপেনার তানজিদ তামিম। পুণেতে  ৫১ রানের ইনিংস খেলা ছাড়া আর কিছুই করতে পারেননি। তার বদলে হয়তো খেলতে পারেন। পুণের উইকেট ব্যাটিং উইকেটে ২৫৬ রান করেছিল বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপ খেলা এনামুল ক্যারিয়ারে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি করেন। সাকিব না থাকায় তার বদলে এনামুল ফিরতে পারেন। ফিরতে পারেন নাসুম আহমেদ বা শেখ মেহেদির যে কোনো একজন। গতকাল টাইগাররা অনুশীলন করেছে দিনের আলোয়। কারণ অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। গতকাল অনুশীলনে ব্যাটিং করেছেন মুশফিক, মাহমুদুল্লাহ, নাজমুল শান্তরা। আফগানিস্তান ম্যাচে অতিমানবীয় ব্যাটিং করেন গ্লেন ম্যক্সওয়েল। তার অপরাজিত ২০১ রানের ইনিংসটি বিশ্বকাপের অন্যতম সেরা। তিনি শেষ দিকে মাসল পুল নিয়ে খেলেছেন। বাংলাদেশ ম্যাচে খেলবেন কি না, নিশ্চিত নয়। তবে ৮ ম্যাচে ৬ জয় সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দুই জয় নিয়ে বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আগামীকালের ম্যাচটি ‘মাস্ট উইন ম্যাচ’।

সর্বশেষ খবর