রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বড় হারে বিশ্বকাপ শেষ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

মিচেল মার্শ যখন একের পর এক চার-ছক্কা হাঁকাচ্ছিলেন, সাজঘরে বসে তখন দেখছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। হয়তো আফগানিস্তান ম্যাচে নিজের ইনিংসটির কথা স্মরণ করছিলেন তিনি। পায়ে মাসল পুল নিয়ে আফগানিস্তান ম্যাচে ২০১ রানের অপরাজিত যে ইনিংসটি খেলেছিলেন ম্যাক্সওয়েল, সেটাকে বিশ্বকাপের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বলছেন সবাই। ‘শিক্ষানগরী’ পুণেতে গতকাল বাংলাদেশ ম্যাচে ম্যাক্সওয়েলের মতো অতিমানবীয় ইনিংস খেলেননি মার্শ, কিন্তু ১৩২ বলে ১৭৭ রানের অপরাজিত ইনিংসটি নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা। মার্শের সেঞ্চুরি, সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩২ বল হাতে রেখে ৮ উইকেটের আকাশসমান জয় পায় অস্ট্রেলিয়া। ১৬ নভেম্বর ‘নন্দনকানন’ ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো তিনশোর্ধ্ব (৩০৬) স্কোর করেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বাংলাদেশকে এখন অপেক্ষায় থাকতে হচ্ছে ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। যদি ইউরোপীয় দলটি জিতে যায় রোহিত বাহিনীর বিরুদ্ধে, তাহলে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না টাইগারদের। যদি হেরে যায় ডাচ বাহিনী, তাহলে রান রেটে অষ্টম দল হিসেবে খেলবে বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। আসর শেষ করেছে হারে।  টাইগারদের পয়মন্ত ভেন্যু নয় পুণে। এ মাঠে এর আগে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে হেরেছিল বিরাট কোহলির সেঞ্চুরিতে। ইনজুরির জন্য ম্যাচটি খেলেননি সাকিব আল হাসান। গতকালও বাঁ হাতের তর্জনী ভেঙে যাওয়ায় খেলেননি সাকিব। তার জায়গায় টাইগারদের নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচেই শান্তর নেতৃত্বে হেরেছে টাইগাররা। গতকাল টস জিতে নাজমুল বাহিনীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো হয়। সাকিব না থাকায় শেখ মেহেদিকে নিয়ে খেলেছে টাইগাররা। দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাসের ৭৬ রানের ভিতে ৮ উইকেটে ৩০৬ রান করে বাংলাদেশ। তানজিদ ৩৬ ও লিটন ৩৬ রান করেন। অধিনায়ক নাজমুল ৪৫ রান করেন ৫৭ বলে। বিশ্বকাপে প্রথমবারের মতো হাফ সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয়। ৭৯ বলে ৭৪ রানের ইনিংসটি খেলেন ৫ চার ও ২ ছক্কায়। মাহমুদুল্লাহ রিয়াদ আক্রমণাত্মক মেজাজে ৩২ রান করেন ২৮ বলে। মেহেদি মিরাজ ২০ বলে ২৯ ও মুশফিকুর রহিম ২৪ বলে ২৯ রান করলে টাইগাররা প্রথমবারের মতো বিশ্বকাপে তিনশোর্ধ্ব (৩০৬/৮) ইনিংস খেলে। টার্গেট ৩০৭ রান। বিশ্বকাপের শুরুতে দুই ম্যাচ হেরে চাপে পড়ে যায় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। গতকাল পর্যন্ত টানা ৭ ম্যাচ জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন ট্রেভিস হেড। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও মার্শ ১৯.২ ওভারে যোগ করেন ১২০ রান। ওয়ার্নার ৬১ বলে ৫৩ রান করে মুস্তাফিজের শিকার হন। এরপর আর উইকেটের পতন হয়নি। মার্শ ও স্মিথ অবিচ্ছিন্ন থেকে ২২.৩ ওভারে ১৭৫ রান যোগ করে দলকে টানা সপ্তম জয় উপহার দেন। স্মিথ অপরাজিত থাকেন ৬৪ বলে ৬৩ রান করে। ম্যাচসেরা মিচেল মার্শ ১৭৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলেন ১৩২ বলে ১৭ চার ও ৯ ছক্কায়।

সর্বশেষ খবর