রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এবার সুষ্ঠু ভোট করতে হবেই

টাঙ্গাইল প্রতিনিধি

এবার সুষ্ঠু ভোট করতে হবেই

কৃষকশ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শাসকদলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার সুষ্ঠু ভোট করতে হবেই, উল্টো করা হলে আল্লাহর গজব পড়বে।

তিনি বলেন, আওয়ামী লীগ লাফাচ্ছে, শান্তি মিছিল করছে, ভাবছে তারাই সব। নৌকা মার্কা দিলেই পাস। এবার আমি একটু দেখাতে চাই, নৌকা দিলে ফেলও কীভাবে করা যায়। কাদের সিদ্দিকী বাসাইল শহীদ মিনার চত্বরে গতকাল বিকালে বাসাইল উপজেলা কৃষকশ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করছিলেন। কাদের সিদ্দিকী বলেন, তিনি প্রধানমন্ত্রীকে ভোটচোরদের প্রশ্রয় না দেওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি উপনির্বাচনের বিষয়ে তিনি বলেন, পত্রিকায় দেখলাম ওই নির্বাচনে ৬০ সেকেন্ডে ৮০ নাকি ৮২ ভোট দিছে। এ রকম করে দিলে ভোটারদের দরকার কি। এবার আপনারা যদি ভোট ছাড়া নৌকা মার্কা নিতে চান তাহলে মার্কা কিন্তু জ্বইলা-পুইড়া ছারখার হয়ে যাবে। কাদের সিদ্দিকী বলেন, বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু তোমার বধিব পরান। ১০ বার চোরের, একবার সাধুর। ইলেকশন কমিশনের ভাইদের বলব- যে ভোটার সে যেন ভোটে দাঁড়াতে পারে, প্রার্থী হতে পারে সেটা নিশ্চিত করুন। তিনি বলেন, ‘ধানের শীষ আলারা ২৮ অক্টোবরের আগ পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল। কিন্তু ২৮ অক্টোবরের পরে তারা গাড়ি ভাঙচুর করছে মানুষ মারছে, পুলিশ মারছে। কোনো রাজনৈতিক দলের যদি নিজের ওপরই নিয়ন্ত্রণ না থাকে তাহলে তারা দেশের জন্য কী কাজ করবে? সভায় সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা কৃষকশ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু। বক্তৃতা করেন শামীম আল মনসুর আজাদ, বেগম নাসরিন কাদের সিদ্দিকী, সংগঠনের টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, বাসাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর।

সর্বশেষ খবর