শিরোনাম
সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতের রান-পাহাড়ে চাপা পড়ল ডাচরা

ক্রীড়া প্রতিবেদক

ভারতের রান-পাহাড়ে চাপা পড়ল ডাচরা

ভারতের রানের পাহাড়ের নিচে চাপা পড়ল নেদারল্যান্ডস। গতকাল আইসিসি ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-নেদারল্যান্ডস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই ম্যাচটা জিতে নেয় ভারত। ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রান করেন রোহিত শর্মারা।

এবারের বিশ্বকাপে রানের বন্যা ছোটাচ্ছেন ব্যাটাররা। ৪০০-এর বেশি ইনিংস আছে তিনটি। গতকাল ভারত ৪১০ রান করার আগে দক্ষিণ আফ্রিকা করেছে ৪২৮ এবং নিউজিল্যান্ড করেছে ৪০১ রান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ৩৯৯ রানের ইনিংসও খেলেছে। গতকাল ভারতের শুরুটা বেশ ভালো হয়। রোহিত শর্মা ৫৪ বলে ৬১ ও শুভমন গিল ৩২ বলে ৫১ রান করে ভালো সূচনা এনে দেন দলকে। কোহলি করেন ৫৬ বলে ৫১ রান। তবে শ্রেয়াস আইয়ার ৯৪ বলে ১২৮ এবং লোকেশ রাহুল ৬৪ বলে ১০২ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। শ্রেয়াস ১০টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান। রাহুল ১১টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান। বিরাট কোহলি গতকাল ৫১ রান করে বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। তিনি মোট ৫৯৪ রান করেন। ২টি সেঞ্চুরির পাশাপাশি ৫টি হাফসেঞ্চুরিও করেন কোহলি। এ তালিকায় দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তিনি ৫৯১ রান করেছেন। এ ছাড়া নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ৫৬৫ ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৫০৩ রান করেছেন। জবাব দিতে নেমে ভারতের রানের পাহাড়ের নিচে চাপাই পড়ে নেদারল্যান্ডস। ডাচরা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ওয়েসলি বারেসি মাত্র ৪ রানেই মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হন। এ ছাড়া ম্যাক্স ও’ডাউড ৩০, কলিন অকারম্যান ৩৫, স্কট এডওয়ার্ডস ১৭ রানে সাজঘরে ফেরেন।   শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে নেদারল্যান্ড ২৫০ রানে অল আউট হয়ে গেলে ভারত ১৬০ রানে জিতে যায়। টানা ৯ ম্যাচ জিতে রোহিত শর্মার ভারতই একমাত্র দল যারা সেমিফাইনালে খেলবে।

 ১১১ রানেই ৪ উইকেট হারায় নেদারল্যান্ডস। গতকালের জয়ে ভারত রাউন্ড রবিন পর্বে পূর্ণ ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। এখনো পর্যন্ত বিশ্বকাপে কেবল স্বাগতিক দলটাই অপরাজিত। নেদারল্যান্ডস ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে থেকেই বিশ্বকাপ শেষ করল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর