বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র, সম্ভাবনা কতটা

উপযোগী পরিবেশ দরকার

---- ড. আবদুল মঈন খান

উপযোগী পরিবেশ দরকার

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি সব সময়ই সংলাপ পছন্দ করে। কিন্তু সেই সংলাপ হতে হবে যৌক্তিক তথা রিলেভেন্ট বিষয় নিয়ে।  সে জন্য একটা উপযোগী পরিবেশ দরকার। আমাদের দলের প্রায় সব নেতা কারাবন্দি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘শর্তহীন সংলাপের আহ্বানের বিষয়ে’ (ভার্চুয়ালি) ড. আবদুল মঈন খান বলেন, দেশের প্রধান তিন রাজনৈতিক দলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শর্তহীন সংলাপে বসার আহ্বানকে গুরুত্বের সঙ্গেই দেখছে বিএনপি। বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের এই চিঠির বিষয়ে জানাবে। সেটি তাদেরকে চিঠির মাধ্যমেই হোক, আর যেভাবেই হোক। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে। মনে হচ্ছে এটা তাদের এই মুহূর্তের উদ্দেশ্য। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে যারা কথা বলবেন কিংবা সংলাপে অংশ নেবেন তারা প্রায় সবাই কারান্তরীণ। বেশির ভাগ সিনিয়র নেতা-কর্মীকেই বর্তমানে মিথ্যা ও গায়েবি মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কারাগারের ভিতরেও তাদেরকে অত্যন্ত মানবেতরভাবে রাখা হয়েছে। সারা দেশে বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর ‘ক্র্যাকডাউন’ চলছে। অনেক নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমন একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের কারাগারে বন্দি করে রেখে একটি একতরফা নির্বাচনের জন্য উঠেপড়ে লেগেছে। এ জন্য তারা নির্বাচনের তফসিল ঘোষণারও পাঁয়তারা করছে। এই অবস্থায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলাপ-আলোচনা শেষে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটুকু বলা যায়, বিএনপি এ ব্যাপারে জানাবে। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরই মধ্যে এই তিন দলের নেতাদের কাছে চিঠি পৌঁছে দিয়েছে মার্কিন দূতাবাস।

সর্বশেষ খবর