বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রবীণ নেতা আমুর জন্মদিন

সোহেল সানি

প্রবীণ নেতা আমুর জন্মদিন

বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর ৮২তম জন্মদিন আজ। তিনি সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী। বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক। তাঁর জন্ম ঝালকাঠিতে ১৯৪১ সালের ১৫ নভেম্বর।

আমির হোসেন আমু এদেশের স্বাধীনতা সংগ্রামের জীবন্ত সাক্ষী এবং নানা আন্দোলন-সংগ্রামে ছাত্রজীবন থেকে অনবদ্য নেতৃত্ব দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সহচর। পঁচাত্তর-উত্তর মর্মদহ ও সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের নেতৃত্বে আনা থেকে তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠায়ও ছিলেন বিশ্বস্ত সহচর। জীবনের বাঁকে বাঁকে জেল-নির্যাতন সহ্য করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আন্দোলন-সংগ্রাম বেগবানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেনা শাসনবিরোধী আন্দোলনের দাপুটে নেতা আমির হোসেন আমুকে বলা হতো ‘মিস্টার ডিসিশান’ কিংবা ‘রাজনীতির কিং মেকার’। মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও মুজিব বাহিনীর অন্যতম সংগঠক আমির হোসেন আপাদমস্তক রাজনীতিবিদের চরিত্রই ধারণ ও লালন করেন। ভোগবিলাসহীন গণমুখী চরিত্রই এই আওয়ামী লীগ নেতার জীবনের অলংকার।

সর্বশেষ খবর