বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এবার অগ্নিপরীক্ষার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

এবার অগ্নিপরীক্ষার নির্বাচন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ‘অগ্নিপরীক্ষার নির্বাচন’। আওয়ামী লীগের নেতা-কর্মীদের চোখ-কান খোলা রাখতে হবে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারলে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছবে বাংলাদেশ।

গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত ১৪ অক্টোবর ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটটি পুড়ে যায়। ৬০ দিন পর মার্কেটটি পুনর্নির্মাণের কাজ শুরু হলো। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের উন্নয়ন, আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে। সবাইকে মনে রাখতে হবে, কী কারণে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা হলো। কীসের জন্য পুলিশ কনস্টেবলকে হত্যা করা হলো। কারা নিহত পুলিশ সদস্যের সন্তানকে পিতৃহারা করল? শত শত পুলিশকে নির্মমভাবে আহত করল? কীসের স্বার্থে অবরোধ করছেন? এই অবরোধ জনগণের বিরুদ্ধে। ঢাকা দক্ষিণ সিটির ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমউল্লাহ্ সলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য আলহাজ সাদেক খান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

সর্বশেষ খবর