বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোট গ্রহণের পরিবেশ নেই

নিজস্ব প্রতিবেদক

ভোট গ্রহণের পরিবেশ নেই

বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কোনো পরিবেশ এ মুহূর্তে নেই। ফলে নির্বাচন সুষ্ঠু হওয়ারও কোনো সম্ভাবনা নেই। গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, আমি নির্বাচন সংশ্লিষ্টদের কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রথমত, ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের কারণে এ সরকারের লেজিসলেটিভি সমস্যা রয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে এ সমস্যা দূর করতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে এ সমস্যা দূর হবে কি না? দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং এ নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করা। এ পরিবেশ সৃষ্টি হয়েছে কি না? একই সঙ্গে এ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট পূরণ হবে কি না? তৃতীয়ত, এ নির্বাচনের মাধ্যমে আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী হবে কি-না? তিনি বলেন, আমি সংশ্লিষ্ট সবাইকে এসব প্রশ্নের উত্তর খুঁজতে আহ্বান জানাই। পাশাপাশি তারা যদি আসলেই উত্তর খুঁজে পান, তাহলে সে অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে আশা করি। বদিউল আলম মজুমদার আরও বলেন, যে কোনো ডিকশনারিতে নির্বাচন মানে চয়েস বোঝানো হয়েছে। মানে নির্বাচনে বিকল্প থাকতে হবে। যদি কোনো বিকল্প না থাকে, তাহলে সেটা নির্বাচনই নয়। বিকল্পহীন নির্বাচনের মাধ্যমে আমাদের সাংবিধানিক ম্যান্ডেট পূরণ হবে না বলেই মনে করেন তিনি।

সর্বশেষ খবর