শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সম্পর্ক উপমহাদেশে মডেল : জয়শঙ্কর

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ-ভারত সম্পর্ক উপমহাদেশে মডেল : জয়শঙ্কর

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক উপমহাদেশের জন্য একটি মডেল হয়ে দাঁড়িয়েছে। বুধবার লন্ডনে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাংবাদিক লিওনেল বারবারের সঞ্চালনায় লন্ডনের ওভারসিস লিগ ক্লাবে ওই আলোচনায় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা বলতে গিয়ে এস জয়শঙ্কর বলেন, ‘আজ আমাদের সম্পর্ক ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতা-সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসেবে দাঁড়িয়েছে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেছেন। তবে অবশ্যই এটা একতরফাভাবে কিছু নয়। সাইদা মুনা তাসনিমের প্রশ্নটি ছিল- ভারতের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? বিশেষ করে দেশটির নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ ও সমৃদ্ধি বিনিময়ের ক্ষেত্রে। উত্তরে জয়শঙ্কর দুই দেশের আঞ্চলিক বিরোধ নিরসনে সাম্প্রতিক সময়ের সীমানা বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমা বিরোধের মীমাংসা করেছি, যা একটি বিশাল ব্যাপার। আমাদের স্থলসীমা নিয়ে মতবিরোধ ছিল, সেটাও আমরা মীমাংসা করেছি। দুই দেশের সীমানা নিয়ে এসব বিরোধ নিরসন অন্যান্য দেশ ও অঞ্চলের জন্য একটি ভালো উদাহরণ।’ এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী দুটি রেল প্রকল্পের কথা উল্লেখ করে এস জয়শঙ্কর বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী দুটি রেললাইনের উদ্বোধন হয়েছে। একটি বিদ্যুৎ কেন্দ্রও উদ্বোধন হয়েছে। আমরা আমাদের উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বাংলাদেশের বন্দর ব্যবহার করছি। এ বন্দর দিয়ে বেশি যানবাহন আসায় তারা উপকৃত হচ্ছে। ‘তাই বলা যায়, আজ ভারত-বাংলাদেশ সম্পর্ক এ উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতা ও সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসেবে দাঁড়িয়েছে’, বলেন জয়শঙ্কর। আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির কথা তুলে ধরে বর্তমান অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো- ১৯৭১ সালে যে এলাকা অর্থনৈতিকভাবে অনেক পশ্চাৎপদ ছিল, সে এলাকাই বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে অনেক ভালো করেছে।

নির্বাচনের বিষয়ে বাংলাদেশিদেরই সিদ্ধান্ত নিতে হবে : বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশিরাই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে ভারত। গতকাল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। অরিন্দম বাগচী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান আমরা অব্যাহতভাবে তুলে ধরছি। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে দেশটির জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, বিরোধীদের (বিএনপি ও তার সমমনা জোট) তফসিল বর্জন বিষয়ে আমার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই। এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানানোও যথার্থ হবে বলে আমি মনে করি না। এটি বাংলাদেশের জনগণ ও গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়। অতীতে কি হয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত নই।

সর্বশেষ খবর