শিরোনাম
শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
বিএনপি নেতাদের শমসের মবিন

তৃণমূল বিএনপি থেকে তারা নির্বাচন করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে তৃণমূল বিএনপি। তারা নির্বাচনে অংশ নেবে। এ লক্ষ্যে আগামীকাল দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে দলটি। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে তৃণমূল বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেন, দেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। তৃণমূল বিএনপি আশা করে, নির্বাচন শান্তিপূর্ণ হবে, স্বচ্ছতা নিশ্চিত করা হবে। শমসের মবিন আরও বলেন, বিএনপি নেতারা চাইলে তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করতে পারবেন। এ নির্বাচনে সব প্রার্থী, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। তাদের দাবি- নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোথাও কোনো রকম হস্তক্ষেপ না করে। নির্বাচন কমিশন যেন তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব নিরপেক্ষভাবে অক্ষরে অক্ষরে পালন করে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, অতীতে কোনো কোনো উপনির্বাচনে বিধি লঙ্ঘিত হয়েছে। এর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়নি। তারা চান, নির্বাচন কমিশনকে সংবিধান যে ক্ষমতা দিয়েছে, তারা যেন সাহসিকতার সঙ্গে তার প্রয়োগ করে। বিধি লঙ্ঘনের কোনো ঘটনা কোথাও ঘটলে তারা যদি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে অভিযোগ করতে পারে, তাহলে যেন নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেয়। ব্যবস্থা নিলে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা আসবে। শমসের মবিন চৌধুরী বলেন, নির্বাচনের প্রতি আস্থা কমে গেছে। তিনি আশা করেন, এই অবস্থা আর ঘটবে না।

সর্বশেষ খবর