শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটের আগে শেষ বৈঠকে বসছেন বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবরা

২৪ নভেম্বর বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

আগামী নির্বাচনের আগে শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবরা। বৈঠক উপলক্ষে ২৩ নভেম্বর ভারত যাবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পরদিন ২৪ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। বৈঠকের কথা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি চলছে।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্র জানায়, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নানান আলোচনার মধ্যেই পররাষ্ট্র সচিবের ভারত সফর বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে গত সপ্তাহে নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর এ বৈঠক আরও গুরুত্ব পাচ্ছে। কারণ ভারত-যুক্তরাষ্ট্র তাদের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা করেছে বলে ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন। আবার ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যের দুই দিন পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংলাপের জন্য চিঠিও দেওয়া হয়েছে। এমন এক প্রেক্ষাপটে দিল্লিতে বিনয় কোয়াত্রার সঙ্গে মাসুদ বিন মোমেনের আলোচনায় বাংলাদেশের নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি প্রাসঙ্গিকভাবে আসতে পারে। জানা গেছে, চলতি বছর ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে এটি হতে যাচ্ছে দ্বিতীয়  বৈঠক। জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। জাতীয় নির্বাচনের আগে শেষ বৈঠক হওয়ায় এবার তিস্তার পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয়সহ বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর