শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আজ দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমাদান কার্যক্রম। এদিকে গতকাল তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা ও মহানগরী উত্তর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা  অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী এবং আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন তিনি। এ ছাড়া সভায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি উপকমিটি গঠন করা হয়। এগুলো হলো : ইশতেহার প্রণয়ন উপকমিটি, নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তাবিষয়ক উপকমিটি, নির্বাচন কমিশন সমন্বয়বিষয়ক উপকমিটি, দফতর ব্যবস্থাপনা উপকমিটি, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটি, লিয়াজোঁ উপকমিটি, পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটি, প্রচার ও প্রকাশনা উপকমিটি, মিডিয়া উপকমিটি, পেশাজীবী সমন্বয় উপকমিটি, আইটিবিষয়ক উপকমিটি, বিদেশি মিশন/সংস্থা উপকমিটি, সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপকমিটি, অর্থবিষয়ক উপকমিটি এবং ধর্মবিষয়ক উপকমিটি। উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর