শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বারবার শিক্ষা কারিকুলাম পরিবর্তনের কারণে অভিভাবক সমাজ চিন্তিত। নতুন কারিকুলামে শুধু ধর্মশিক্ষা নয় বরং বিজ্ঞান শিক্ষাও সংকুচিত করা হয়েছে। ডিভাইসনির্ভর শিক্ষাব্যবস্থা চালু হওয়ায় শিশু ও কিশোর শিক্ষার্থীরা ব্যাপক হারে অনৈতিকতার দিকে ধাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আদর্শ শিক্ষক শিক্ষার্থী তৈরির মাধ্যমে উন্নত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল বিকালে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত ‘শিক্ষক মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামিয়া রশিদীয়া গোয়ালখালী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা শায়েখুল ইসলাম বিন হাসান। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবদুল আউয়াল বলেন, ডিভাইসনির্ভর শিক্ষার পরিবর্তে বইমুখী হওয়ার শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা পদ্ধতি বজায় রাখতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আবদুস সবুর বলেন, নতুন কারিকুলাম সচেতন অভিভাবকরা মেনে নিতে পারেননি। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই কারিকুলাম এখন পর্যন্ত অনুপযোগী মনে হচ্ছে আবার এই কারিকুলাম মন্ত্রিপরিষদ বা সংসদে উত্থাপন করা হয়নি। নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে আবার পুনর্বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর