রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

টেস্ট সিরিজে অধিনায়ক শান্ত

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সিরিজে অধিনায়ক শান্ত

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসানরা। এসে খুব একটা বিশ্রামে থাকতে পারছেন না। ২৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে। নতুন মুখ হাসান মুরাদ। এ ছাড়া দলে ফিরেছেন সাদমান ইসলাম ও নূরুল হাসান সোহান। দলে আছেন শাহাদাত হোসেন দিপু ও হাসান মাহমুদও। দুজনই টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। সিরিজে খেলা হচ্ছে না ওপেনার লিটন দাসের। তিনি বিসিবি থেকে ছুটি নিয়েছেন। বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এ ছাড়া চোটের কারণে সিরিজের বাইরে থাকছেন তাসকিন আহমেদ। এ সিরিজ থেকে আগেই নিজের নাম সরিয়ে নিয়েছেন তারকা ওপেনার তামিম ইকবাল। তাই বেশ কজন নির্ভরযোগ্য ক্রিকেটার ছাড়াই বাংলাদেশকে খেলতে হবে।

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন ও হাসান মুরাদ।

সর্বশেষ খবর