রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কমনওয়েলথ প্রতিনিধি দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

কমনওয়েলথ সেক্রেটারিয়েটের প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন মিশনের চার সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। গতকাল দুপুরে তারা ঢাকায় আসেন। এই প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও নির্বাচন কমিশনারের সঙ্গে সভা করবেন। এরপর এই প্রতিনিধি দল রোহিঙ্গা এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় সভা করবে। এর আগেও বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ভোট পর্যবেক্ষণ নিয়ে বৈঠক করেছে ইসি। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের জন্য দূতাবাসগুলোর মাধ্যমে ২১ নভেম্বরের মধ্যে আবেদনও আহ্বান করেছে ইসি।

সর্বশেষ খবর