রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও চার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৩ জনে। এ ছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১০ জন। এ সময়ে ডেঙ্গুর থাবায় প্রাণ হারানো চারজনের মধ্যে তিনজনই ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন মোট ৫ হাজার ১৮৬ জন রোগী। দেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৮৮ জন, ঢাকার বাইরের হাসপাতালে ১ লাখ ৯৪ হাজার ৬৭৬ জন। এ বছর ডেঙ্গুজ্বরে মারা গিয়েছেন ১ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৮৯৯ জন, ঢাকার বাইরের হাসপাতালে মারা গিয়েছেন ৬৪৪ জন। 

সর্বশেষ খবর