শিরোনাম
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উৎসব আমেজে আওয়ামী লীগ

দুই দিনে ২,২৮৬ মনোনয়নপত্র বিক্রি ♦ আয় ১১ কোটি ৪৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

উৎসব আমেজে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের গতকাল দ্বিতীয় দিনেও উৎসবের আমেজে ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকারণ্য ছিল বঙ্গবন্ধু এভিনিউসহ গোটা এলাকা।

দেশের আট বিভাগের নানা প্রান্ত থেকে আসা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এসেছিলেন তাদের অনুসারী এবং নেতা-কর্মীরা। তাদের নৌকা, নৌকা স্লোগান আর পদচারণায় পুরো এলাকা ছিল মুখরিত। নেতা-কর্মীদের মতে, আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের এই কার্যক্রম ঘিরে দেশে নির্বাচনি উৎসব শুরু হয়েছে। 

গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর আগে শনিবার প্রথম দিন বিক্রি হয় ১ হাজার ৭৪টি ফরম। দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, রবিবার সরাসরি বুথ থেকে বিক্রি হয়েছে ১ হাজার ১৮০টি ফরম। অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা।

গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, প্রথম দিনের চেয়ে কিছুটা কম হলেও দ্বিতীয় দিনেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীরা ভিড় জমান। সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন মনোনয়নপ্রত্যাশীরা।

প্রচ- ভিড়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেকেই। এ সময় পাশ থেকে অনুসারী কর্মী-সমর্থকরা নানারকম স্লোগান দেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় জিপিও হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যান ওবায়দুল কাদের। এ সময় ভিড়ের মধ্যে অন্তত তিনবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ভিতরে যেতে পারেননি তিনি। দলীয় কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধায়নে সাবেক ছাত্রনেতারা এই মনোনয়নপত্র বিক্রি করছেন। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে।

গতকাল আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঝালকাটি-২ আসনে প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমু, ভোলা-১ আসনে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, মাদারীপুর-১ আসনে নূর-ই আলম চৌধুরী লিটন, চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, কুমিল্লা-১০ আসন থেকে সিনিয়র সাংবাদিক নঈম নিজাম, শরীয়তপুর-২ আসনে এ কে এম এনামুল হক শামীম, নারায়ণগঞ্জ-৪ আসনে এ কে এম শামীম ওসমান, গোপালগঞ্জ-১ আসনে লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ফরিদপুর-৪ আসনে কাজী জাফরউল্লাহ, ফরিদপুর-১ আসনে আবদুর রহমান, লিয়াকত সিকদার, মাদারীপুর-৩ আসনে আবদুস সোবহান মিয়া (গোলাপ), ফেনী-২ আসনে সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, চাঁদপুর-৩ আসনে সুজিত রায় নন্দী, কুমিল্লা-১ আসনে ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ভোলা-২ আসনে আলী আজম মুকুল, ফরিদপুর-২ আসনে মো. জামাল হোসেন মিয়া, ফরিদপুর-১ ও ঢাকা-৪ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন ডা. দিলীপ কুমার রায়, বরিশাল-৪ আসনে ড. শাম্মী আহমেদ, লক্ষ্মীপুর-৪ আসনে ফরিদুন্নাহার লাইলী, বরিশাল-২ আসনে মুহাম্মদ আনিসুর রহমান, তালুকদার মো. ইউনুচ, মো. শাহে আলম, গোলাম ফারুক, মৌলভীবাজার-১ থেকে এস এম জাকির হোসাইন, পাবনা-৫ আসনে আরশাদ আদনান রনি, ঢাকা-৬ আসনে চৌধুরী আশিকুর রহমান লাভলু, রাজবাড়ী-২ আসন থেকে শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলী, কাজী এরাদত আলী। বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক, বরগুনা-২ আসনে সুভাষ চন্দ্র হাওলাদার, এটিএম গোলাম কবির, সুলতানা নাদিরা, কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল, পিরোজপুর-২ আসনে শাহে আলম, বরিশাল-৬ আসনে রাকিব আহমেদ তালুকদার, শাহনাজ পারভীন রানী, কিশোরগঞ্জ-২ থেকে আবদুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ আসনে এরশাদ উদ্দিন, নেত্রকোনা-৫ আসনে ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খান, চট্টগ্রাম-৬ আসনে মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মুন্সীগঞ্জ-১ আসনে গোলাম সরোয়ার কবির, যশোর-২ আসন থেকে অ্যাডভোকেট এ বি এম আহসানুল হক, বাগেরহাট-৩ আসনে শেখ ওবায়দুর রহমান, কুমিল্লা-৮ আসনে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনে মিজানুর রহমান বিটু, লক্ষ্মীপুর-৩ আসনে মুহাম্মদ শওকত হায়াত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নাজমুল হোসেন, নোয়াখালী-২ আসনে জামাল উদ্দিন আহমেদ, নোয়াখালী-২ আসনে কামরুজ্জামান আনসারী, চাঁদপুর-৫ আসনে মো. ফজলুল হক, সাতক্ষীরা -৪ আসনে এসএম জগলুল হায়দার, কুমিল্লা-৯ আসনে দেলোয়ার হোসেন ফারুক, চাঁদপুর-৪ আসনে মোস্তফা হোসেন, চট্টগ্রাম-৪ আসনে বাসন্তী প্রভা পালিত, কুমিল্লা-৪ আসনে ফেরদৌস আহমেদ খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কুমিল্লা-৬ আসনে আঞ্জুম সুলতানা, লক্ষ্মীপুর-১ আসনে সফিক মাহমুদ পিন্টু, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, নোয়াখালী-১ আসনে মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা-২ আসনে ফারাহ দিবা, কুমিল্লা-৫ আসনে আনিসুর রহমান, এহতেশামুল হাসান ভুইয়া, ঢাকা-১৮ আসনে হাবিব হাসান, চট্টগ্রাম-৬ আসন থেকে মুসলিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৪ থেকে দিদারুল আলম, চট্টগ্রাম-১১ থেকে এম আবদুল লতিফ, চট্টগ্রাম-৫ থেকে আবদুস সালাম, লক্ষ্মীপুর-২ আসনে নুর উদ্দিন নয়ন, চট্টগ্রাম-৫ থেকে মো. মঈনুদ্দিন, চট্টগ্রাম-১৩ থেকে শাহাজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম-১২ থেকে চেমন আরা বেগম, চট্টগ্রাম-১৬ থেকে মুস্তাফিজুর রহমান চৌধুরী, কক্সবাজার-১ থেকে সালাউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে শাহজাহান আলম, নোয়াখালী-৩ থেকে নারায়ণ দেবনাথ, লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে কাজী মোর্শেদ হোসেন কামাল, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী, বরিশাল-৫ থেকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, পটুয়াখালী-৪ আসনে আবদুল মোতালেব হাওলাদার, ভোলা-২ আসনে ইউসুফ হোসেন হুমায়ুন, বরগুনা-১ আসনে ধীরেন্দ্রনাথ শম্ভু, ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, হবিগঞ্জ-১ আসন থেকে মোহাম্মদ সাজু মিয়া, সিলেট-৫ আসন থেকে তাসলিমা খানম, নেত্রকোনা-৩ আসনে মঞ্জুর কাদের কোরাইশী, সুনামগঞ্জ-৫ আসন থেকে শামীম আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-৩ থেকে নেছার আহমদ, সিলেট-৩ থেকে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, হবিগঞ্জ-১ থেকে আবদুল মুকিত চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসন থেকে নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ-২ আসন থেকে জয়া সেনগুপ্ত, মৌলভীবাজার-৪ আসন থেকে রফিকুর রহমান, হবিগঞ্জ-৪ থেকে ব্যারিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন, সিলেট-৩ আসনে মিসবাউর রহমান, সিলেট-২ শফিকুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন। চট্টগ্রাম-৯-১০-১১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা। তারা হলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য জহির সিকদার, স্বাচিপের কেন্দ্রীয় নেতা আশ্রাফুল হক সিয়াম, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফাসহ সব ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর