শিরোনাম
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি ৩ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি ৩ লাখ ছাড়াল

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ৩ লাখ ছাড়িয়েছে। এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৪৯ জন। গতকাল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯১ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪ জন। এ সময়ে মারা গেছেন ছয়জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে দুজন, ঢাকার বাইরের হাসপাতালে চারজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৪৯ জন। বছর শেষ হলেও থামছে না ডেঙ্গুর প্রকোপ। এ বছর জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন, মারা গেছেন ছয়জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন, মারা গেছেন তিনজন। মার্চে আক্রান্ত ১১১ জন। এপ্রিলে আক্রান্ত ১৪৩ জন, মারা গেছেন দুজন। মে মাসে আক্রান্ত হয়েছেন  ১ হাজার ৩৬ জন, মারা গেছেন দুজন। জুনে আক্রান্ত ৫ হাজার ৯৫৬ জন, মারা গেছেন ৩৪ জন। জুলাইতে আক্রান্ত ৪৩ হাজার ৮৫৪ জন, মারা গেছেন ২০৪ জন। আগস্টে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৯৭৬ জন, মারা গেছেন ৩৪২ জন। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৯৮ জন, মারা গেছেন ৩৯৬ জন। অক্টোবরে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭৬৯ জন, মারা গেছেন ৩৫৯ জন। নভেম্বরের এ ১৯ দিনেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮০ জন, মারা গেছেন ২০১ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর