শিরোনাম
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিদেশিরা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না

নিজস্ব প্রতিবেদক

বিদেশিরা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বিদেশিরা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা এসব নিয়ে মোটেই চিন্তিত নই। গতকাল বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি সদুপদেশ দেয় অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। আগেও যখনই কেউ ভালো প্রস্তাব দিয়েছে তখনই আমরা তা গ্রহণ করেছি। আর অবান্তর-অবাস্তব প্রস্তাব দিলে আমরা তা গ্রহণ করি না। বাংলাদেশের জনগণের পরিপক্বতা আছে, বিচার করার ক্ষমতা আছে। আমাদের দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য কাজ করি। বিদেশিদের জন্য কাজ করি না।  বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, এখনো সময় আছে আপনারা মানুষের জানমাল নষ্ট না করে অগ্নিসন্ত্রাস বন্ধ করে দেশবাসীর কাছে মাফ চেয়ে নির্বাচনে আসুন। আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করুন। তার আগে জাতীয় সম্পদ ও বাস পোড়ানো, মানুষ হত্যার অপরাধে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আমরা সব কূটনীতিককে নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অক্ষরে অক্ষরে ভিয়েনা কনভেনশন মেনে চলি। কেউ যদি গর্হিত কাজ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেব, অ্যাকশন নিচ্ছিও। তবে কারও মুখ তো আঠা দিয়ে বন্ধ করে দিতে পারি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর