সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
হরতালে নাশকতা

বাস ট্রেনের পর পুড়িয়ে দেওয়া হলো স্কুলও

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের জন্য বিএনপির ডাকা হরতাল চলাকালে রাজধানী, জামালপুর, সুনামগঞ্জ, রাজশাহী, ফেনী, বগুড়া, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। শুধু ককটেল বিস্ফোরণ কিংবা গাড়িতে আগুন নয়, যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনে- এমনকি দুর্বৃত্তদের থাবা থেকে বাদ যায়নি কোমলমতি শিশুদের প্রাথমিক বিদ্যালয়ও।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন জেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্নই ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, হরতালকে সাইনবোর্ড হিসেবে নিয়ে সাধারণ মানুষের জানমালকে পুঁজি করছে দুর্বৃত্তরা। নাশকতা ঠেকাতে সর্বোচ্চটাই করে যাচ্ছেন বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ ব্যক্তিরা। রেলের নিরাপত্তা, রেল চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপি সদস্যরা। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বলছে, ১১টি যানবাহনে আগুনের মধ্যে ঢাকা সিটিতে পাঁচটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) তিনটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) দুটি এবং ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি সিএনজি, একটি পিকআপ, একটি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করে। রাজধানী : রাজধানীর ফুলবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণ ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকাল সাড়ে ৮টায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, হরতাল শুরুর পরই সকাল সাড়ে ৮টায় রাজধানীর ফুলবাড়িয়ায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এদিকে গতকাল রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির নাম মিরপুর সুপার লিংক পরিবহন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  গতকাল রাজধানী থেকে কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে গেলেও রাজধানীর অভ্যন্তরে বিভিন্ন এলাকায় যানজটের দৃশ্য দেখা গেছে। তবে সিটি বাসও খুব একটা চলাচল করেনি। গত শনিবার সারা দেশে সহিংসতায় ২৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

চার গাড়িতে আগুন : গতকাল রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে মিরপুর সুপার লিংক নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ৯টা ৫৭ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এদিকে রাত ১০টা ৫৮ মিনিটে গাউছিয়া রোডের মিরের বাজার টঙ্গী, গাজীপুরে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। টঙ্গী ফায়ার স্টেশন এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অন্যদিকে রাজশাহীর ধোপাপাড়া বাজার, পুঠিয়াতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুঠিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে কাজ করে। এ ছাড়া যশোর জেলার যশোর-মনিরামপুর মহাসড়কের রাজারহাট এলাকায় পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগের সময় দুজন নাশকতাকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আমাদের প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুসারে জানা গেছে- জামালপুরে আগুন : জামালপুরের সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে করে ট্রেনের দুটি বগি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় সহকারী  স্টেশন মাস্টার বাদী হয়ে জামালপুর জিআরপি থানায় নাশকতার মামলা দায়ের করেছেন। সহকারী স্টেশন মাস্টার আবদুস সালাম আরও জানান, ট্রেনে অগ্নি সংযোগকারীরা যাত্রীবেশে আগুন দেওয়ায় তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বাদী হয়ে জামালপুর জিআরপি থানায় একটি নাশকতা মামলা দায়ের করেছি। তিনি বলেন, অগ্নিসংযোগে ট্রেনের ভস্মীভূত বগিগুলোর আনুমানিক ক্ষতি প্রায় কোটি টাকা। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলজার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়েছি। কারা ট্রেনে আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি, এ বিষয়ে তদন্ত করা হবে। এরই মধ্যেই সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করেছেন। গাজীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বাসে আগুন : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে গতকাল ভোরে ১৩২ নম্বর গিলাশ্বর মরহুম আ. জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড শ্রেণিকক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঁচ জোড়া বেঞ্চ, জানালা, টিনের তৈরি বেড়া, বৈদ্যুতিক পাখাসহ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, ছয় মাস আগে বিদ্যালয়ের মূল ভবনের পাশে সরকারি বরাদ্দে একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। বরিবার ভোররাতে কে বা কারা ওই টিনশেড ঘরের জানালা ভেঙে আগুন দেয়। এতে টিনশেড ঘরে থাকা পাঁচ জোড়া বেঞ্চ, জানালা, টিনের তৈরি বেড়া, বৈদ্যুতিক পাখাসহ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ভোর রাত সাড়ে তিনটার দিকে কয়েকটি সিএনজি অটোরিকশা দিয়ে কয়েকজন ব্যক্তি মিছিল সহকারে এসে বিদ্যালয়ে আগুন দেয়। পরে তারা মিছিল সহকারে ঘটনাস্থল ছেড়ে যায়। অন্যদিকে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার দৃশ্য দেখে বাসের মালিক ও চালক দেলোয়ার হোসেন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। গতকাল দুপুরে জয়দেবপুর-ঢাকা সড়কে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বাসটি দূরপাল্লার ছিল। চট্টগ্রামে বাস ও মিনি ট্রাকে আগুন :  চট্টগ্রামে শনিবার রাত আটটা-নয়টার দিকে বাস ও মিনি ট্রাকে আগুন দেওয়ার দুটি ঘটনা ঘটেছে। রাত আটটার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোলপ্লাজা সংলগ্ন সড়কে একটি চলন্ত মিনি ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে রাত নয়টার দিকে বহদ্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত মিনি ট্রাকে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে এটি বিএনপি-জামায়াতের নাশকতা কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে জামালপুর রেলওয়ে থানায় সরিষাবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুস সালাম বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা করেছেন। রাজশাহীতে বাসে আগুন : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে  হেলমেট পরা দুর্বৃত্তরা। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার উদপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নিরাপদে নেমে যান। এ জন্য কোনো যাত্রী আহত হননি। তবে গাড়িচালকের বরাত দিয়ে পুলিশ বলছে, বোতলে করে তরল কিছু একটা ছুড়ে মেরে বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জয়পুরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ : চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস  ট্রেনে ছুড়ে মারা পাথরে ট্রেনে থাকা এক যাত্রী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে পৌঁছার আগে নওদা-নিকড়গাছি এলাকায় ট্রেনে পাথর ছুড়ে মারার এ ঘটনা ঘটেছে। আহত ট্রেন যাত্রী হলেন, দিলীপ কুমার মন্ডল পাঁচবিবি উপজেলার খাস বাগুরি গ্রামের ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে। কুমিল্লায় বাসে আগুন : কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল পাপিয়া ট্রান্সপোর্ট নামের একটি বাস। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কেউ আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 এটি কুমিল্লায় বাসে আগুন দেওয়ার দ্বিতীয় ঘটনা। এর দুই দিন আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  নাটোরে পার্কিংয়ে থাকা বাসে আগুন : নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় পার্কিংয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় বাসটিতে কেউ না থাকায় হতাহতের খবর আসেনি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে বাসটিতে পেট্রল ঢেলে পালিয়ে যায়। বগুড়ায় ট্রাকে আগুন : বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিনগত ভোররাত তিনটার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ বন্দরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ট্রাকমালিক মো. আবদুল করিম জানান, শনিবার রাতে ঘোড়াধাপ বন্দরে ট্রাক পার্কিং করে বাড়িতে ঘুমাতে যাই। পরে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে দেখি ট্রাকে আগুন জ্বলছে। দুর্বৃত্তরা গাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।

 ফেনীতে কাভার্ডভ্যানে আগুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরতলির লালপুল এলাকায় মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে তারা কাভার্ডভ্যানটিতে আগুন দেয়। এ সময় শহরের লালপুল এলাকাসহ তার আশপাশ এলাকায় বেশ কয়েকটি পটকা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরতাল শুরু হওয়ার পূর্ব রাতে কাভার্ডভ্যানে আগুন দেওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।  ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ জানান, রাত ১টা ৪০ মিনিটে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন এই কাভার্ডভ্যানটি। কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল।  এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনে এ আগুনের ঘটনা ঘটে। সুগন্ধা পরিবহন ফেনী-নোয়াখালী ও সোনাপুর সড়কে চলাচল করে। ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৫০৮৫। 

সিলেটে বিএনপির মশাল মিছিল, পুলিশের ফাঁকা গুলি : হরতালের আগের রাতে সিলেট নগরীতে মশাল মিছিল বের করেন জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নগরীর বন্দর বাজারের রঙমহল টাওয়ারের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ৫০-৬০ ফুট সামনে যাওয়ার পর পুলিশ দেখে সটকে যান নেতা-কর্মীরা। এ সময় দুই রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ।

সুনামগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ :  সুনামগঞ্জে বিএনপির ডাকা হরতালে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশপাশের এলাকায় এ সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই সাংবাদিক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিএনপি দাবি করেছে, সংঘর্ষে তাদের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, যুবদল নেতা মমিনুল হক, কালারচান, স্বেচ্ছাসেক দল নেতা মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ প্রমুখ। আহত সংবাদিকরা হচ্ছেন- সময় টেলিভিশনের ক্যামেরা পারসন রুজেল আহমদ ও দেশ টিভির ক্যামেরা পারসন রুহুল আমিন। তাদের শরীরের বিভিন্ন অংশে ছররা গুলি লেগেছে।

পাবনায় বিক্ষোভ : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে পাবনা শহরের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতা-কর্মীরা। এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় পাবিপ্রবির এক শিক্ষার্থী আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বড় বাজার এলাকায় পৌঁছালে হরতাল সমর্থনে পিকেটিং করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

হরতালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিআরটিসির একটি বাসেও ভাঙচুর করেছে বিএনপি নেতা-কর্মীরা। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম শাহিদুল ইসলাম জিহাদ, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শিক্ষার্থী।

লক্ষ্মীপুরে ভাঙচুর : বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। গতকাল সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করেন তারা। এ সময় শতাব্দী ও শ্যামলী পরিবহন নামে দুটি বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।

বরিশালে মিছিল : বিএনপির ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন দূরপাল্লার রুটে সীমিত যানচলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। বরিশালের স্থানীয় রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাট, অফিস-আদালত ব্যাংক বীমা খোলা ছিল। এদিকে হরতালের সমর্থনে নগরীর রূপাতলীতে মশাল মিছিল এবং সিঅ্যান্ডবি রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর