সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

টেকনোক্র্যাট মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর পদত্যাগ করেছেন সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সমমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। গতকাল তারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদেরকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি দেওয়া হয়। ওই চিঠির প্রেক্ষিতে গতকাল বিকালে তারা পদত্যাগ করেছেন।

সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ছয়জন উপদেষ্টা রয়েছেন। তবে যারা সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারা পদত্যাগ করেছেন। সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। তবে ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে আমি কিছু বলব না, মন্ত্রিপরিষদ বিভাগ বলবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেনে নেওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান শুধু বলেন, এবারও গতবারের মতোই হবে। পদত্যাগ করার তথ্য নিশ্চিত করে ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন, এটাই নিয়ম। আমরা যারা টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলাম, তারা পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে নিয়মতান্ত্রিকভাবেই আমরা পদত্যাগ করেছি। মন্ত্রিপরিষদ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সমমান মর্যাদায় উপদেষ্টারা পদত্যাগপত্র দিয়েছেন বলে জেনেছি। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যাঁরা সংসদ সদস্য নন, তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ১৫ নভেম্বর। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে ৪৫-এ দাঁড়াল। ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন টেকনোক্র্যাট চার মন্ত্রীর পদত্যাগের পর বাকি মন্ত্রীরা সবাই রুটিন কাজ করে গেছেন। এর আগে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের আগের সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরনো কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে বাদ দিয়ে নতুন করে ছয়জনকে যুক্ত করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর