মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
শ্রম আইনে মামলা

ড. ইউনূসের পক্ষে পরবর্তী যুক্তিতর্ক ২৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ দিন ধার্য করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ড. ইউনূস। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, মামলা নিয়ে বিচার বিভাগের ওপর আস্থা রাখছি। আদালতে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। এর আগে ১৬ নভেম্বর ড. ইউনূসের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলার অন্য তিন বিবাদী হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

সর্বশেষ খবর