শিরোনাম
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শরীরে পেট্রল ঢেলে স্কুলছাত্রীকে হত্যাচেষ্টা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীর শরীরে পেট্রল ঢেলে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে একই স্কুলের তার দুই সহপাঠীর বিরুদ্ধে। রবিবার সকালে রাজৈর উপজেলার কদমবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সকালে রাজৈর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই ঘটনায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে প্রধান অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দিগন্ত রায় (১৫) ও জয় বিশ্বাস (১৬) দুজন একই উপজেলার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, বেশ কিছুদিন  ধরে ওই শিক্ষার্থীকে আলাদাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই শ্রেণিতে পড়ুয়া দিগন্ত রায় ও জয় বিশ্বাস। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে দিগন্ত ও জয়। রবিবার সকালে ছোট ভাইয়ের সঙ্গে হেঁটে বিদ্যালয়ে আসছিল ওই শিক্ষার্থী। বিদ্যালয়ের কাছে এলে ইজিবাইকে আসা দিগন্ত ও জয়ের সহযোগীরা শিক্ষর্থীকে মারধর করে। একপর্যায়ে সঙ্গে থাকা পেট্রল মেয়েটির শরীরে ঢেলে দেয়। এ সময় এলাকা ত্যাগের হুমকিও দেওয়া হয়। পরে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বখাটেরা। ভাইবোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীর পরিবার থেকে মামলা করলে দুজনকে নিজ বাড়ি থেকে গতকাল সকালে গ্রেফতার করে পুলিশ। পরে পাঠানো হয় আদালতে। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ঠাকুর বলেন, বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ নেই। অল্পের জন্য মেয়েটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই। মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যাচেষ্টার ঘটনায় ৫ জনের নামে মামলা হয়েছে। শিক্ষার্থীর সঙ্গে যে কাজটি করা হয়েছে সেটি খুবই জঘন্য অন্যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড হয়েছে। এই ঘটনার মূল অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান।

সর্বশেষ খবর