বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
নির্বাচনি ট্রেনে দেশ

নতুনসহ বিভিন্ন দলের মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক

নতুন তিন দলের (তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) মনোনয়ন ফরম বিক্রি চলছে। এর মধ্যে মনোনয়ন ফরম বিক্রির সময় এক দিন বাড়িয়েছে তৃণমূল বিএনপি। ফলে আজ পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনয়ন ফরম বিক্রি ২৪ নভেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। এদিকে গতকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। প্রথম দিনে শতাধিক ফরম বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তৃণমূল বিএনপি- নির্বাচনি মনোনয়ন ফরম বিক্রির সময় এক দিন বাড়িয়ে আজ পর্যন্ত করা হয়েছে। গতকাল পর্যন্ত ২৪৬টি ফরম বিক্রি করেছে এ দলটি। একই সঙ্গে জমা দিয়েছে ২০২ জন প্রার্থী বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইংয়ের চিফ সালাম মাহমুদ। এর আগে শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। বাংলাদেশ সুপ্রিম পার্টি- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আগামী শুক্রবার পর্যন্ত সময় বাড়াল দলটি। এ বিষয়টি নিশ্চিত করেছেন দলটির দফতর সম্পাদক মো. ইবরাহীম মিয়া। তিন দিনে ১৮৭টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। গত রবিবার থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) গতকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। বিক্রির প্রথম দিনে শতাধিক ফরম বিক্রি হয়েছে বলে জানান দলটির মহাসচিব ড. মো. শাহজাহান। তিনি বলেন, মনোনয়ন ফরম বিক্রি গতকাল থেকে শুরু হয়ে চলবে আগামী শনিবার পর্যন্ত। ওই দিন একটি সভা হবে। সভা শেষে কতগুলো মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবং কাদেরকে মনোনয়ন দেওয়া হবে সে সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জাসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শেষ হয়েছে। চার দিনে দলটির মনোনয়নপ্রত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন মনোনয়নপ্রত্যাশী। গতকাল মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে দলীয় সূত্রে এসব তথ্য জানা যায়। সংগঠনটি জানিয়েছে, আগামীকাল সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পরে বিকাল ৩টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর বিকাল ৩টা থেকে জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয় ৫ হাজার টাকা। জাসদের মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, সিলেট-৬ লোকমান আহমেদ, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, মৌলভীবাজার-১ এ এম মোনায়েম মনু, লালমনিরহাট-১ ডাক্তার হাবিব মো. ফারুক, চাঁপাইনবাবগঞ্জ-১ অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২ বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আবদুল হামিদ রুনু, বগুড়া-৬ এ বি এম জাকিরুল হক টিটন, বগুড়া-৩ মো. নজরুল ইসলাম, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুদ, নওগাঁ-১ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শাহজাহান, নওগাঁ-২ বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, নওগাঁ-৩ বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, নওগাঁ-৪ অ্যাডভোকেট মো. রিয়াজউদ্দিন, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বুলবুল, সুনামগঞ্জ-১ এ কে এম ওহীদুল ইসলাম কবীর, ময়মনসিংহ-৯ অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, ময়মনসিংহ-১১ অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-২ অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, ঢাকা-১৬ মো. নুরুন্নবী, ঢাকা-৭ হাজী ইদ্রিস বেপারী, কিশোরগঞ্জ-৬ রফিকুল ইসলাম রাজা, টাঙ্গাইল-৮ মো. রফিকুল ইসলাম, হবিগঞ্জ-১ মো. আবদুল মান্নান, রংপুর-৩ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ মো. শাহজাহান, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া, টাঙ্গাইল-৬ সৈয়দ নাভেদ হোসেন, বরিশাল-৩ কাজী সিদ্দিকুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. আবদুর রহমান খান ওমর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর