বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে নিজ দলের ক্যাডারদের হামলায় ছাত্রলীগ কর্মী খুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নিজ দলের ক্যাডারদের হামলায় ছাত্রলীগ কর্মী খুন

সিলেট নগরীর শাহী ঈদগাহ টিভিগেট এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজ দলের ক্যাডাররা কুপিয়ে খুন করেছে ছাত্রলীগের এক কর্মীকে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরিফ মিয়া (১৯) নামের ওই ছাত্রলীগ কর্মী মারা যান। এর আগে রাত ১২টার দিকে টিভিগেট এলাকায় তিনি হামলার শিকার হন। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আরিফ মিয়া নগরীর শাহী ঈদগাহ টিভিগেট এলাকার ফটিক মিয়ার ছেলে। আরিফ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে নগরীর শাহী ঈদগাহ টিভিগেট ও বালুচর এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিটি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু এবং জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের নেতা-কর্মীদের মাঝে অনেক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই জের ধরে সোমবার দিবাগত রাত ১২টার দিকে টিভিগেট এলাকায় প্রতিপক্ষ গ্রুপের ক্যাডাররা আরিফের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় আরিফকে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আইসিইউতে ভর্তির পর রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন তার বাম হাত, উরু ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ১২টি আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত আরিফ সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। চার-পাঁচদিন আগে আরিফের ওপর হামলা করেছিল এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। হামলার ঘটনায় শাহপরান থানায় মামলা হয়েছে। এদিকে, হত্যাকান্ডের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী রনি (২১) ও মামুন মজুমদার (২৮)। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর