শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উজ্জীবিত নতুন তিন দল

মনোনয়ন ফরম বিক্রি করছে তৃণমূল বিএনপি বিএনএম, সুপ্রিম পার্টি

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায়। তারা আওয়ামী লীগের প্রধান বিরোধী দল হতে চাচ্ছে। রবিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে এ রাজনৈতিক দলটি। এরমধ্যে ৩৫০টি ফরম বিক্রি করেছে। একই পথে হাঁটছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। দলটি নতুন চেয়ারম্যানের অপেক্ষায় রয়েছে। আগামী শনিবার নতুন নেতৃত্ব পাওয়ার আশা করছেন এ দলের নেতারা। সেই সঙ্গে চলছে মনোনয়ন ফরম বিক্রি। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টিও নির্বাচনি ট্রেনে রয়েছে। দলটি এরই মধ্যে ২০৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। নির্বাচনি ময়দানে বড় রাজনৈতিক দল বিএনপি না থাকায় এর সুযোগ নিতে চাইছে তৃণমূল বিএনপি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরই নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় দলটি। সময়মতো নির্বাচনি কার্যক্রম অর্থাৎ মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। গতকাল শেষ দিন হলেও নতুন করে এক দিন অর্থাৎ আজ বিকাল ৫টা পর্যন্ত সময় বাড়ানো হয়। গতকাল পর্যন্ত ৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি করে। এরই মধ্যে ২৭২ ফরম জমা দিয়েছেন। ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) মনোনয়ন ফরম তুলেছেন দলটির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইংয়ের চিফ সালাম মাহমুদ। তৃণমূল বিএনপি চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন। আর দলটির নির্বাহী চেয়ারপারসন মরহুম নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা মুন্সীগঞ্জ-১ আসন থেকে দলের মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। এ বিষয়ে সালাম মাহমুদ বলেন, নির্বাচনে তৃণমূল বিএনপি অংশগ্রহণ করবে। এরই মধ্যে নির্বাচনি সব কার্যক্রম আমরা শুরু করেছি। গতকাল পর্যন্ত ৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। নতুন করে মনোনয়ন ফরম বিক্রি এক দিন পিছিয়ে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) চলছে নির্বাচনি হাওয়া। দলটি কিছুটা দেরি করে মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও চালাচ্ছে নির্বাচনি সব ধরনের কার্যক্রম। গতকাল থেকে আনুষ্ঠানিক মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। প্রথম দিনে শতাধিক ফরম বিক্রিও করেছে। দলটি থেকে মনোনয়ন ফরম তুলেছেন নাটোরের বড়াইগ্রাম স্থানীয় বিএনপির সমর্থক আবদুল খালেক সরকার। বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান। দ্বিতীয় দিনে জেলা-উপজেলা নেতারা ফরম তুলেছেন। সন্ধ্যা ৭টায় হ্যাভিওয়েট নেতাদের দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। এসব নেতার অধিকাংশকেই মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ড. মো. শাহজাহান। অন্যদিকে নির্বাচনি ট্রেনে রয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টিও (বিএসপি)। জাতীয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেবেন না বলে জানিয়েছেন বিএসপি নেতারা। নির্বাচনে অংশ নিতে বিএসপি আরও পাঁচটি দলকে সঙ্গে নিয়ে একটি জোট করেছে। ছয়টি দলের ওই জোটের নাম লিবারেল ইসলামিক জোট। জোটটিতে বিএসপি ছাড়াও ন্যাপ ভাসানী, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ জনদল ও আশিকীনে আউলিয়া ঐক্য পরিষদ রয়েছে। তবে বাংলাদেশ সুপ্রিম পার্টি নির্বাচনি কার্যক্রমে একটিভ থাকলেও অন্য দলগুলো পিছিয়ে পড়েছে। সুপ্রিম পার্টি গত রবিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। গতকাল পর্যন্ত ২০৬টি মনোনয়ন ফরম বিক্রি করে। একই সঙ্গে তাদের শরিক দল কৃষক শ্রমিক পার্টি ও বাংলাদেশ জনদল ১০টি মনোনয়ন ফরম তুলেছেন বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক মো. ইবরাহিম মিয়া। তিনি বলেন, আমাদের রাজনৈতিক জোট নির্বাচনে অংশ নিতে সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে মনোনয়ন ফরম বিক্রি চলছে। আগামীকাল পর্যন্ত এ ফরম বিক্রি চলবে। আর জোটের মধ্যে দুটি দল মনোনয়ন ফরম তুলছে। বাকিগুলো আজ-কালের মধ্যে তুলবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর