বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেপ্টেম্বরে খেলাপি ঋণের হার বেড়ে ৯.৯৩%

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা; যা ২০২২ সালের সেপ্টেম্বরের চেয়ে ২১ হাজার কোটি টাকা বা ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে মোট ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালের সেপ্টেম্বরে এ হার ৯ দশমিক ৩৬ শতাংশ ছিল। সে সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের  পরিমাণ ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত জুন শেষে বিভিন্ন ব্যাংকের ঋণ আদায়ে অর্থঋণ আদালতে দায়ের করা মামলার মধ্যে নিষ্পত্তির অপেক্ষায় ছিল ৭২ হাজার ৭১২টি। এসব মামলায় আটকা আছে ১ লাখ ৭৮ হাজার ৭০১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর শেষে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৬৫ হাজার ১৯৫ কোটি টাকা। তাতে খেলাপির হার দাঁড়ায় ৯ দশমিক ৯৩ শতাংশ। গত জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা, খেলাপির হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। ২০১৯ সালের মার্চে দেশে প্রথমবারের মতো খেলাপি ঋণের পরিমাণ ৬ অঙ্কের ঘর পেরিয়ে ১ লাখ ১০ হাজার কোটি টাকা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর