শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
প্রথম দিন মুক্তি পাচ্ছেন ১৩ জন

গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু আজ

প্রতিদিন ডেস্ক

গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু আজ

গাজায় ইসরায়েলের বোমা হামলায় বিধ্বস্ত ভবন -এএফপি

ইসরায়েলের নির্বিচার হামলার প্রায় দেড় মাস পর আজ সকাল থেকে ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। আপাতত এ যুদ্ধবিরতি চার দিনের। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার এ তথ্য নিশ্চিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি গতকাল দোহায় সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার (আজ) সকাল ৭টায় (স্থানীয় সময়) বিরতি শুরু হবে... এবং বেসামরিক জিম্মিদের প্রথম ব্যাচকে একই দিনে আনুমানিক বিকাল ৪টায় হস্তান্তর করা হবে।’ এ চুক্তি বাস্তবায়ন হওয়ার আগে গতকালও গাজায় ভয়ংকর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত এবং ৩০০ স্থাপনা ধ্বংস হয়েছে।

কাতারের মুখপাত্র আল-আনসারি জানিয়েছেন, ১৩ জনকে প্রাথমিকভাবে মুক্তি দেওয়া হবে, যাদের সবাই একই পরিবারের নারী ও শিশু। চার দিনের মধ্যে মোট ৫০ জনকে মুক্তি দিতে সম্মত হওয়ায় ‘অবশ্যই প্রতিদিন বেশ কিছু বেসামরিক নাগরিককে অন্তর্ভুক্ত করা হবে। হামাসও যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয় নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংগঠনটির সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড বলেছে, আগামীকাল (আজ) সকালে চার দিনের যুদ্ধবিরতি শুরু হবে। এ সময় হামাস ও ইসরায়েল সব ধরনের সামরিক কর্মকান্ড পরিচালনা থেকে বিরত থাকবে। কাসেম ব্রিগেড আরও বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রতিদিন চার ট্রাক জ্বালানি ও ২০০ ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম দিন যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে, তাদের একটি প্রাথমিক তালিকা হাতে পেয়েছে তারা। ইতোমধ্যে জিম্মিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে তারা। ইসরায়েল সরকার ও হামাস বুধবার যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়। সে অনুযায়ী, গতকাল থেকে গাজায় চার দিন ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা ছিল। বুধবারই হামাস জানায়, বৃহস্পতিবারই (গতকাল) যুদ্ধবিরতি শুরু করা হবে। যুদ্ধবিরতি চলার সময় সবরকম সহিংস কর্মকান্ডই তারা বন্ধ রাখবে বলে টেলিগ্রাম চ্যানেলে নিশ্চিত করে জানিয়েছে। কিন্তু ইসরায়েল জানায়, শুক্রবারের আগে হামলা বন্ধ করবে না। এর পরিপ্রেক্ষিতে হামাসও জানায়, হামলা বন্ধ না করলে তারা জিম্মিদের মুক্তি দেবে না। গতকাল কাতারের মুখপাত্র আনসারি জানান, ‘এ যুদ্ধবিরতি থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলেই আমরা সবাই আশা করছি।’ সমঝোতার পরও গাজায় ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা : ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরায়েলের বৃহস্পতিবার থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হওয়ায় অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলার ৪৮তম দিনে গতকাল এ হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় সুড়ঙ্গ, অস্ত্রাগারসহ ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সেনাবাহিনী।

সর্বশেষ খবর