শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোট পর্যবেক্ষণে ভারতকে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ১৫ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে লেখা চিঠিতে কাজী হাবিবুল আউয়াল বলেন, ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। দেশি-বিদেশি নির্বাচনি পর্যবেক্ষক সংস্থা এবং গণমাধ্যমকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আমরা বিজ্ঞপ্তি পাঠিয়েছি। আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে ভারতীয় পর্যবেক্ষক দলের আগমন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে। চিঠি সূত্রে জানা গেছে, সর্বোচ্চ তিনজন সদস্যের প্রতিনিধি দল পাঠাতে পারবে ভারত। প্রতিনিধি দল চার রাত বাংলাদেশে অবস্থান করবে। প্রতিনিধি দলের আন্তর্জাতিক বিমান ভাড়া তাদের নিজেদেরই বহন করতে হবে। তবে বাংলাদেশে অবস্থানকালে থাকা-খাওয়া এবং লোকাল যানবাহনের খরচের দায়িত্ব নেবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর