শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদকের রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাকিব সন্ধ্যা ৬টায় কার্যালয়ে আসেন এবং ৬টা ৫০ মিনিটে বের হয়ে যান। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২১ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাকিব আল হাসান। নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ফরম বিক্রির প্রথম দিন ১৮ নভেম্বর এসব আসনের মনোনয়নপত্র কেনেন তার এক স্বজন। প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মনোনয়নপত্র তুলবেন সাকিব। তবে শেষ পর্যন্ত তিনি কেনেননি। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, এখনই রাজনীতিতে না এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

ওই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়নপত্র তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি।

সর্বশেষ খবর