শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাত বহিরাগত পিএস এপিএস চালান এমপির নির্বাচনি এলাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পার্শ্ববর্তী একজন এমপির নির্বাচনি এলাকা পরিচালিত হয় সংশ্লিষ্ট অঞ্চলের বাইরের সাতজন বহিরাগত পিএস ও এপিএস দিয়ে। স্থানীয়দের বিশ্বাস না করার কারণে সংশ্লিষ্ট এমপি বহিরাগতদের দিয়ে পরিচালনা করেন তার নির্বাচনি এলাকা। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই এপিএসদের কর্মকান্ডে সবাই ক্ষুব্ধ। বিশেষ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে রয়েছে তীব্র অসন্তোষ। এ এপিএসরা বিভিন্ন এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগও রয়েছে। কেউ বাধা সৃষ্টি করলে সঙ্গে সঙ্গে দেওয়া হয় মামলা। এ পর্যন্ত ৩ হাজার নেতা-কর্মী মামলার শিকার হয়েছেন। মামলার আসামি হয়েছেন উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত আওয়ামী লীগ কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা জানান, এই এলাকার বিভিন্ন মৌজার জমি রেজিস্ট্রি বন্ধ রয়েছে। কারণ হিসেবে জানা গেছে, জমি দখল করে সংশ্লিষ্ট এমপি ও তার পরিবারের লোকজনের নামে রেজিস্ট্রি করানো হয়। যার দেখাশোনাও এপিএসরাই করেন।

সর্বশেষ খবর