শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে বাস লেগুনা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন আসিফ হোসেন (৪৫), উম্মে হাবিবা (১৫), শামসুন্নাহার (৫২) ও আবুল হোসেন (৩৫)। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার ডেলিভারি পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় শামীম (৪০) ও মঈনউদ্দিন (৩৫) নামে লেগুনার আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (অপারেশন্স) সুব্রত কুমার পোদ্দার জানান, লেগুনার সঙ্গে ডেমরা-গুলিস্তান পরিবহন বাসের সংঘর্ষ ঘটে। এতে চারজনের মৃত্যু হয়েছে। দুজন নারী, দুজন পুরুষ। এ ছাড়া কয়েকজন আহত হয়েছেন। লেগুনায় ১২ থেকে ১৫ জনের মতো যাত্রী ছিলেন। হতাহত সবাই লেগুনার যাত্রী। ডেমরা-গুলিস্তান পরিবহন নামক বাসটি জব্দ করাসহ দুমড়েমুচড়ে যাওয়া লেগুনাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, নিহত আসিফ হোসেন আইএফআইসি ব্যাংক ডেমরার সারুলিয়া শাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার। রাজশাহী সদর উপজেলার ঘোড়ামারা সিরোইল গ্রামের আনোয়ার হোসেন ও ফেরদৌসী বেগমের ছেলে তিনি। বর্তমানে ডেমরার সারুলিয়া তালতলা মসজিদের পাশে বদিউজ্জামান হাউসে থাকতেন। তার স্ত্রী রিমা বিশ্বাস এনআরবি ব্যাংকের যাত্রাবাড়ী শাখার কর্মকর্তা। তিনি বলেন, ‘সকালে দুজনেই যার যার কর্মস্থলের উদ্দেশে বের হয়ে যাই। পরে সংবাদ পাই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।’ নিহতের মা ফেরদৌসী বেগম জানান, আসিফ তার একমাত্র সন্তান। ২০১৭ সালে তাকে বিয়ে করানো হলেও কোনো সন্তান ছিল না। উম্মে হাবিবা মাদারীপুরের শিবচর উপজেলার আবদুস সোবহানের মেয়ে। তার ব্যাগে মাতুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার বেতনবই পাওয়া যায়। সে বইতে শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা। শ্রেণি ষষ্ঠ, রোল ৮। শামসুন্নাহার নারায়ণগঞ্জের কুতুবপুরের হারিছ উদ্দিনের মেয়ে। আবুল হোসেনের বাবার নাম পিয়ার আলী। বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল পশ্চিমপাড়ায়। আহত শামীমের ভাগনে জানিয়েছেন, শামীম পেশায় গাড়িচালক। তিনি ডেমরায় থাকেন। আহত মঈনউদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গী থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে অফিসের কাজে বের হয়েছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনায় ওঠেন। নামার কথা ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, কিছুই তিনি মনে করতে পারছেন না।

সর্বশেষ খবর