শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিরা অনেক সময় ত্যক্ত করে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিদেশিরা অনেক সময় ত্যক্ত করে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘দেশের অবস্থা খুবই ভালো। দেশে এখন নির্বাচনের জোয়ার বইছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা ১৫ বছরে অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি আপনারা আমাদের পাস করাবেন।’ গতকাল হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘বিদেশিরা অনেক  সময় আমাদের ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয়, তা আমরা গ্রহণ করব। আর তারা যদি আমাদের ওপর খড়গ হয়ে যায়, তবে আমরা বীরের জাতি, আমরা জানি কীভাবে তা প্রতিহত করতে হয়।’ যুক্তরাষ্ট্র প্রসঙ্গে তিনি বলেন, ‘আমেরিকা খুব বাস্তববাদী। ১৯৭১ সালে আমাদের সঙ্গে ছিল না ঠিকই, কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। তখন অনেক দেশ আমাদের বিরুদ্ধে ভেটো দিয়েছিল। কিন্তু আমেরিকা আমাদের ১৫ বার সমর্থন দিয়েছে। অতীতের মতো নতুন করে সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে, আমরা সে আশাই করছি।’

সর্বশেষ খবর