শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৫ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯১ জন। এ সময় ছয়জনের মৃত্যু হয়েছে। ঢাকার হাসপাতালে মারা  গেছেন চারজন, ঢাকার বাইরের হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে মারা গেছেন ১ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে মারা গেছেন ৯২২ জন, ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন ৬৬১ জন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৮৪৮ জন।

সর্বশেষ খবর