রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কেন্দ্রে আসতে বাধা দিলে জেল

ঝালকাঠি প্রতিনিধি

কেন্দ্রে আসতে বাধা দিলে জেল

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক পদ, সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীর দায়িত্ব। ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তার জন্য তিন থেকে সাত বছর কারাদন্ডের আইন করা হয়েছে। সেভাবেই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি। নির্বাচনের সময় ডিসি ও এসপিরা স্বাধীনভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে আমরা কমিশন বসে তফসিল পেছানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে গতকাল ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচনসংশ্লিষ্ট সব কর্মকর্তার সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, বরগুনার পুলিশ সুপার মো. আবদুস সালাম, পিরোজপুরের পুলিশ সুপার মো. শফিউর রহমান, বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ বরগুনা, পিরোজপুর, ঝালকাঠির নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, আনসার, র‌্যাব ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আমরা চাই, দেশের জনগণও চায় শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ। বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে আমরা কমিশন বসে তফসিল পেছানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমরা প্রথম থেকে ধাপে ধাপে তাদের ডেকেছি, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে চায়ের দাওয়াত দিয়েছি কিন্তু তারা কেউ সাড়া দেননি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে। ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।

সর্বশেষ খবর