রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জেএসডি নির্বাচনে অংশ নেবে না

নিজস্ব প্রতিবেদক

জেএসডি নির্বাচনে অংশ নেবে না

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, চলমান গণ আন্দোলনের লক্ষ্য অর্জন ছাড়া জেএসডি কোনো অবস্থায়ই বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচনকে ‘পাতানো’ নির্বাচন আখ্যায়িত করে আ স ম রব বলেন, রাষ্ট্র এবং জনগণকে বলি দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখার অপকৌশল কোনোক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রকে জিম্মি করে সরকারের ক্ষমতা ধরে রাখার নির্বাচন থেকে দেশপ্রেমিক, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তিকে বিরত থাকার আহ্বান জানাই। জেএসডি সভাপতি বলেন, নির্বাচনী তফসিল বাতিল করে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনই হবে এই মুহূর্তের রাজনৈতিক করণীয় ও কর্তব্য।

সর্বশেষ খবর