রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাবেক এমপিসহ ১৪ জন বিএনএমে যোগ দিলেন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন জাতীয় পার্টির সাবেক এমপিসহ ১৪ জন। এদের মধ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, পুলিশের সাবেক ডিআইজিসহ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ী রয়েছেন। গতকাল বিকালে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনএমে যোগ দেন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহজাহান, দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আবদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনএমে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়া ব্যক্তিরা হলেন জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক এমপি, জাতীয় পার্টি), মীর হাসমত আলী (সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সাজেদুল করিম (সাবেক কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী), শরিফ বাদশা (ব্যবসায়ী), ড. মুনিরুজ্জামান (সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ), অ্যাডভোকেট সিরাজ উদ্দিন (সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মো. ইসলাম ইবনে সাইখ (কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুশাসনের জন্য নাগরিকের সভাপতি), মো. জাকির হোসেন লিটু (শ্রমিক নেতা), মো. খলিল উল্লাহ (ব্যবসায়ী) ও ইঞ্জিনিয়ার মো. সায়িদ হাসান (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)। মো. শাহজাহান সাংবাদিকদের জানান, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র থেকে বিএনএমে যোগদান করেছেন তারা। নানা কারণে সবার নাম প্রকাশ করেনি বিএনএম।

সর্বশেষ খবর