সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন প্রতিমন্ত্রীসহ যারা বাদ, নতুন যুক্ত যারা

নিজস্ব প্রতিবেদক

আলোচনা, পর্যালোচনা আর বিশ্লেষণের পর দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংসদ সদস্য হতে ভোটের মাঠে কারা লড়াই করবেন তাদের নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকা অনুযায়ী বর্তমান সংসদে থাকা ৭১ জন সংসদ সদস্য বাদ পড়েছেন। আর নতুন মুখ যুক্ত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে অনেকেই সাবেক এমপি ছিলেন। সাবেক আমলা, ক্রিকেটার, অভিনেতা, স্বনামধন্য চিকিৎসক রয়েছেন। এ ছাড়াও নৌকার টিকিট দিয়ে পুরস্কৃত করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি (অব.) আবদুল কাহার আকন্দকে। গত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট নেতাদের মধ্যে তৎকালীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক ত্রাণমন্ত্রী ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবারও মনোনয়ন পাননি। এদিকে গতকাল দলীয় মনোনয়ন ঘোষণার পর প্রার্থী বদলের দাবিতে খুলনায় সড়ক অবরোধ, নাটোরে ট্রেন অবরোধ করেছেন বাদ পড়া এমপিদের সমর্থকরা। অন্যদিকে নতুন প্রার্থীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছেন তাদের কর্মী-সমর্থকরা। সারা দেশেই বাদ পড়াদের কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা দেখা গেছে, নতুন মনোনয়ন পাওয়া নেতাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। ঢাকার একটি আসনে প্রার্থী পরিবর্তনের গুঞ্জনও গেছে।  এবার নতুন প্রার্থীর হিসেবে মনোনয়ন পেয়েছেন ১০৪ জন। তারা হলেন- পঞ্চগড়-১ নাইমুজ্জামান ভুইয়া মুক্তা, ঠাকুরগাঁও-২ মো. মাজহারুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো. ইমদাদুল হক, নীলফামারী-৩ মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ জাকির হোসেন বাবুল, লালমনিরহাট-৩ মো. মতিয়ার রহমান, রংপুর-১ রেজাউল করিম রাজু, রংপুর-৩ তুষার কান্তি মন্ডল, রংপুর-৫ রাশেক রহমান, কুড়িগ্রাম-২ জাফর আলী, কুড়িগ্রাম-৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ বিপ্লব হাসান, গাইবান্ধা-১ আফরোজা বারী, গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ, বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান, বগুড়া-৪ হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ মজিবর রহমান মজনু, বগুড়া-৭ মো. মোস্তফা আলম, নওগাঁ-৩ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ নাহিদ মোরশেদ, রাজশাহী-২ মোহাম্মদ আলী, রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ মো. আবদুল ওয়াদুদ, সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম, পাবনা-৪ গালিবুর রহমান শরীফ, মেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ঝিনাইদহ-৩ সালাউদ্দিন মিরাজী, যশোর-২ তৌহিদুজ্জামান, যশোর-৪ এনামুল হক বাবু, মাগুরা-১ সাকিব আল হাসান, বাগেরহাট-৪ এ এইচ এম বদিউজ্জামাল সোহাগ, খুলনা-১ ননি গোপাল মন্ডল, খুলনা-৩ এস এম কামাল হোসেন, খুলনা-৬ মো. রশীদুজ্জামান, সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-২ তালুকার মোহাম্মদ ইউনুস, বরিশাল-৩ খালেদ হোসাইন, বরিশাল-৪ ড. শাম্মী আহমদ, বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান, টাঙ্গাইল-৩ কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ মো. মাজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৫ মো. মামুনুর রশিদ, টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়, জামালপুর-১ নুর মোহাম্মদ, জামালপুর-৪ মাহবুবুর রহমান, জামালপুর-৫ আবুল কালাম আজাদ, শেরপুর-৩ শহিদুল ইসলাম, ময়মনসিংহ-৩ নিলুফা আনজুম, ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ-৫ আবদুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আবদুস সাত্তার, ময়মনসিংহ-৯ আবদুস সালাম, নেত্রকোনা-১ মোস্তাক আহমেদ রুহী, নেত্রকোনা-৫ আহমদ হোসেন, কিশোরগঞ্জ-২ আবদুর কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ মো. আবদুস সালাম, মুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ, ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ সোলাইমান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল, গাজীপুর-৩ রুমানা আলী, নরসিংদী-৩ ফজলে রাব্বী খান, নারায়ণগঞ্জ-৩ আবদুল্লাহ আল কায়দার, ফরিদপুর-১ আবদুর রহমান, ফরিদপুর-৩ শামীম হক, সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ মো. সাদিক, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ, ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান, কুমিল্লা-১ ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন, চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-৩ আবুল বাশার, নোয়াখালী-৬ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ মো. আবদুস সালাম, চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম, কক্সবাজার-১ সালাউদ্দিন আহমেদ।

বাদ পড়াদের মধ্যে রয়েছেন- পঞ্চগড়-১ মো. মজাহারুল হক প্রধান, ঠাকুরগাঁও-২ আলহাজ মো. দবিরুল ইসলাম, কুড়িগ্রাম-৩ এম এ মতিন, কুড়িগ্রাম-৪ মো. জাকির হোসেন, গাইবান্ধা-৪ মো. মনোয়ার হোসেন চৌধুরী, বগুড়া-৫ মো. হাবিবর রহমান, নওগাঁ-৩ মো. ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ মুহা. ইমাজ উদ্দিন প্রাং, রাজশাহী-৩ মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৫ মো. মনসুর রহমান, সিরাজগঞ্জ-২ মো. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ মেরিনা জাহান কবিতা, পাবনা-৪ মো. নুরুজ্জামান বিশ্বাস, মেহেরপুর-২ মোহাম্মদ সাহিদুজ্জামান, ঝিনাইদহ-৩ মো. শফিকুল আজম খান, যশোর-২ মো. নাসির উদ্দিন, যশোর-৪ রনজিত কুমার রায়, মাগুরা-১ মো. সাইফুজ্জামান, বাগেরহাট-৪ মো. আমিরুল আলম মিলন, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৬ মো. আক্তারুজ্জামান, সাতক্ষীরা-২ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার, বরগুনা-২ শওকত হাচানুর রহমান (রিমন), বরিশাল-২ মো. শাহে আলম, বরিশাল-৪ পংকজ নাথ, জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-৪ মো. মুরাদ হাসান, জামালপুর-৫ মো. মোজাফফর হোসেন, শেরপুর-৩ এ কে এম ফজলুল হক, ময়মনসিংহ-৩ নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৫ কে এম খালিদ, ময়মনসিংহ-৯ আনোয়ারুল আবেদীন খান, নেত্রকোনা-১ মানু মুজুমদার, নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলাল, টাঙ্গাইল-৩ আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ মোহাম্মদ হাছান ইমাম খান, টাঙ্গাইল-৫ মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ মো. জোয়াহেরুল ইসলাম, কিশোরগঞ্জ-২ নূর মোহাম্মদ, মানিকগঞ্জ-১ এ এম নাঈমুর রহমান, ঢাকা-৫ কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-৭ হাজী মো. সেলিম, ঢাকা-১০ শফিউল আলম মহিউদ্দিন, ঢাকা-১১ এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১৩ সাদেক খান, ঢাকা-১৪ আগা খান মিন্টু, গাজীপুর-৩ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, নরসিংদী-৩ জহিরুল হক ভূঞা মোহন, সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্তা, সিলেট-৫ হাফিজ আহমদ মজুমদার, হবিগঞ্জ-১ গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ-২ মো. আবদুল মজিদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ মোহাম্মদ এবাদুল করিম, কুমিল্লা-১ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৮ নাছিমুল আলম চৌধুরী, চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ মো. নুরুল আমিন রুহুল, চট্টগ্রাম-৪ দিদারুল আলম, চট্টগ্রাম-১২ সামশুল হক চৌধুরী এবং কক্সবাজার-১ আসনে জাফর আলম বাদ পড়েছেন। এ ছাড়াও বাদ পড়াদের মধ্যে রয়েছেন রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, ফরিদপুর-১ মনজুর হোসেন, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-১ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এইচ এন আশিকুর রহমান এবার নির্বাচন করবেন না বলে দলীয় সভানেত্রীকে জানিয়ে তার ছেলে রাশেক রহমানকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রাশেক রহমান মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম-১ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাতবার নৌকা নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এবার দলের মনোনয়নপত্র তোলেননি। ছেলের জন্য নৌকা চেয়েছিলেন। এ আসনে পিতার নৌকার হাল ধরেছেন ছেলে মাহবুব উর রহমান রুহেল। ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন বিদেশ থাকায় এবং ফরিদপুর-১ মনজুর হোসেন শারীরিক অসুস্থ থাকায় এবার মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানা গেছে।

মনোনয়নবঞ্চিত ৭১ জন সংসদ সদস্য : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই তালিকায় দেখা যাচ্ছে, বর্তমান সরকারের ৭১জন সংসদ সদস্য এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন। তবে দুই-তিনজন ছাড়া তারা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বিগত ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নে দশম সংসদের ৪১ জন সংসদ সদস্য মনোনয়নবঞ্চিত হয়েছিলেন। তার আগে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনেও বাদ পড়েছিলেন ৪৯ জন সংসদ সদস্য। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চনা শেষে অবশেষে প্রতীক্ষার অবসানও ঘটেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন হেভিওয়েট নেতার। আগামী ৭ জানুয়ারি ভোটে আবারও নৌকা প্রতীক ফিরে পেয়েছেন তারা। গতকাল বিকেল ৪টার পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের।

সর্বশেষ খবর