মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রুশ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডে

নিজস্ব প্রতিবেদক

রুশ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডে

মস্কোর ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এ নিয়োগ দেয়। গতকাল ঢাকার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউনূস সেন্টার জানায়, ফাইনান্সিয়াল ইউনিভার্সিটির এই আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড একটি পরামর্শ-কেন্দ্রিক উচ্চশিক্ষামূলক কমিটির মতো কাজ করবে। এর মূল লক্ষ্য হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো কাজে লাগানো। কৌশলগত উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তৈরি করা এবং বিশ্ববিদ্যালয়টির জন্য একাডেমিক, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মকা গ্রহণে সহায়তা করা।

রাশিয়ান সরকারের অধীনস্থ ফাইনান্সিয়াল ইউনিভার্সিটি দেশটির শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের অন্যতম যার একাডেমিক স্টাফের সংখ্যা প্রায় তিন হাজার। গত বছর প্রফেসর ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানকার শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। ওই সময় তিনি ‘তিন শূন্য’ অর্থাৎ শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসাভিত্তিক একটি নতুন সভ্যতা নির্মাণে তাঁর রূপকল্প তুলে ধরেছিলেন।

সর্বশেষ খবর