বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্কয়ার ওয়ানে ফেরা উচিত হবে না

------- ড. শান্তনু মজুমদার

নিজস্ব প্রতিবেদক

স্কয়ার ওয়ানে ফেরা উচিত হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেছেন,  নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। ‘স্কয়ার ওয়ান’-এ ফিরে যাওয়া উচিত হবে না। অর্থাৎ নির্বাচনকালীন সরকারব্যবস্থা কেমন হবে, সেটা এখন এক নম্বরে আসবে না। সেই আন্দোলন বা তর্ক প্রয়োজনে ভোটের পরে হতে পারে। কিন্তু এবার যেহেতু তর্ক-বিতর্ক আন্দোলনের মধ্য দিয়ে সুরাহা হয়নি, তাই এখন যদি আমরা আবারও সেখানে ফিরে যাই, যেটাকে বলে ‘স্কয়ার ওয়ান’ সিচুয়েশনে চলে যাব। মানে আমরা পূর্বেকার অবস্থানে চলে যাব। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এখন কাজের কাজ হচ্ছে, নির্বাচনটা যাতে বেহাত হয়ে না যায়, নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সে জন্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে, সবগুলোকে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকির মধ্যে রাখা। এ জন্য যত ডিভাইস লাগে, যত রকমের প্রতিষেধক, প্রতিরোধক লাগে, সবগুলো প্রয়োগ করার চেষ্টা করা।

ড. শান্তনু মজুমদার বলেন, নির্বাচনকালীন সরকার কী হবে, সে আলোচনার ইতি ঘটেছে। কেউ যদি শুরু করতে চান, সেটা নির্বাচনের পর শুরু করা যেতে পারে। এ মুহূর্তে নির্বাচনটা বেহাত হতে দেওয়া উচিত হবে না। নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এর জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম শর্ত নির্বাচন। এবার যদি আমরা একটা ভালো নির্বাচন চাই, তাহলে সবাইকে সে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে। এ ক্ষেত্রে কেউ যদি কারও নির্বাচনে আসা ঠেকিয়ে দিতে চায়, কিংবা কেউ যদি বলে এটা না হলে আমরা নির্বাচনে যাব না; আমি মনে করি না দুই পক্ষের কেউই নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য অবদান রাখছে। সেই জায়গা থেকে মনে করি, গণতন্ত্রের জন্য প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার সময় এখনো ফুরিয়ে যায়নি।

সর্বশেষ খবর