শিরোনাম
বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি নেতারা নতুন প্ল্যাটফরমে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতারা নতুন প্ল্যাটফরমে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না তারা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফরম তৈরি করছেন। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি এখন কঠোর আন্দোলন করবে ঘোষণা দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই কঠোর আন্দোলন কী আমি জানি না। আমরা তো দেখলাম, ট্রেনের লাইন কাটা এবং বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে জনগণ তাদের ধরে পুলিশে দিয়েছে। এতে প্রমাণ হয়, এ দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষ সেটিই চাচ্ছে। সেই আলোকিত বাংলাদেশ থেকে কেউ আর অন্ধকারে ফিরে যেতে চাচ্ছে না। আগামী নির্বাচনে নিজেদের পছন্দের মানুষকে নির্বাচিত করবে বলে মানুষ তৈরি হয়ে আছে বলেন তিনি। বিএনপি না এলে সংসদ নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে কি না- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, তার নেতৃত্ব মানতে যাদের কষ্ট হচ্ছে, তারা নির্বাচনে আসবে। তারেক রহমান রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছিলেন। মুচলেকার পরও আবার রাজনীতির মাঠ গরম করছেন, একেক সময় একেক ঘোষণা দিচ্ছেন।

২৮ অক্টোবর সরকার পরিবর্তন হবে, তারপর বিএনপি যেভাবে চাইবে, সেভাবে দেশ চলবে। এমন ঘোষণাও দিয়েছিলেন। সেদিন তাদের নেতা-কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করেছেন। হাসপাতালেও ভাঙচুর করেছেন। মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা নিশ্চিত হয়েছে নির্বাচনে আসতে পারবে না কোনো দিন। যে কারণে তারা কুৎসা রটাচ্ছে। মন্ত্রী আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষ এখন উৎসবমুখর পরিবেশে আছে। সবাই নিজেদের প্রার্থীকে কীভাবে বিজয়ী করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করছে। কে নির্বাচনে এলো না, বা কে কী বলল, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই।

সর্বশেষ খবর