বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দাবি আদায় পর্যন্ত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

দাবি আদায় পর্যন্ত আন্দোলন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বর্তমান সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, লোভ দেখিয়ে লাভ হবে না। কিংস পার্টি তৈরি করে অতীতেও লাভ হয়নি, এখনো হবে না। এক দফার আন্দোলনে দলের নেতা-কর্মীরা বনে-জঙ্গলে, কবরস্থানে, ধানের খেতে ঘুমিয়েও আন্দোলন থেকে বিচ্যুত হয়নি। আন্দোলনের সফলতা খুব কাছাকাছি। যার প্রমাণ নির্বাচনে আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট। গতকাল ভার্চুয়ালি এক সভায় এ কথা বলেন তিনি। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন করার জন্য আজ্ঞাবহ ইলেকশন কমিশন তফসিল ঘোষণা করে আমাদের ইমানি পরীক্ষায় ফেলেছে। বিএনপি নেতা-কর্মীরা এ পরীক্ষায় সফল হয়েছে।

সর্বশেষ খবর