বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রথম দিনে বড় ইনিংসের আক্ষেপ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিনেই ৩০০-ঊর্ধ স্কোর করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এখন নিয়মিতই এমনটা হচ্ছে। ওভারপ্রতি সাড়ে তিন, চার রানও হচ্ছে। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ বছর পর টেস্ট খেলতে নেমে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটে ৩১০ রান তুলে। রানের হিসাবে একেবারে কম নয়। ৩০০-ঊর্ধŸ  স্কোর করলেও আক্ষেপ রয়েই গেছে  টাইগারদের ইনিংসে। প্রথম ১০ ব্যাটারের নয়জনই দুই অঙ্কের রান করেছেন। কিন্তু হাফ সেঞ্চুরির ইনিংস মাত্র একটি। অথচ টাইগার ব্যাটারদের ব্যাটিং স্কোরগুলো খেয়াল করলে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের ইনিংসে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরির ইনিংস থাকত অনায়াসে। ওপেনার মাহামুদুল হাসান জয় দারুণ খেললেও থেমে যান ৮৬ রানে। অথচ ইনিংসটিকে অনায়াসে তিন অঙ্কের জাদুকরি সংখ্যায় নিয়ে যেতে পারতেন। গত বছরের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৭ রানের প্রত্যয়ী সেঞ্চুরি করেছিলেন। গত বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয়ের টেস্টে রান করেছিলেন ৭৮। গতকাল দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে থেমে যান জয় ১৬৬ বলে ১১ চার মেরে। জয় ছাড়াও লম্বা ইনিংস খেলতে পারতেন ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত নাজমুল শান্ত, সাবেক অধিনায়ক মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, ১০২ নম্বর টাইগার টেস্ট ক্রিকেটার শাহাদাত হোসেন দীপু ও মুশফিকুর রহিমরা। কিন্তু কেউই ইনিংসগুলোকে লম্বা করতে পারেননি। বরং আলগা শট খেলে সাজঘরে ফিরেছেন। নাজমুল শান্ত ও মুমিনুল আউট হয়েছেন ব্যক্তিগত ৩৭ রানে। টাইগার ব্যাটারদের কেউই কিউই অফ স্পিনার গ্লেন ফিলিপসকে খেলতে পারেননি। পাঁচ বছর আগে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকের পর এবার খেলছেন স্পিন অলরাউন্ডার হিসেবে। গতকাল প্রথম দিনেই তিনি নিয়েছেন ৪ উইকেট। তার ফুলটস বলে আউট হন নাজমুল শান্ত। ফিলিপসের বলে জোর করে কাট খেলতে যেয়ে সাজঘরে ফেরেন মুমিনুল। ‘ডাউন দ্য ট্রাক’ খেলে মিড অফে ক্যাচ দেন মুশফিক। মিরাজ বলের লাইন মিস করে আউট হন। ২৯০ রানে ৯ উইকেটের পতনের পর শেষ উইকেট জুটিতে ২০ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

সর্বশেষ খবর