বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভোট কীভাবে পর্যবেক্ষণ

পশ্চিমা প্রতিনিধিরা এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে

------ শারমিন মুর্শিদ

নিজস্ব প্রতিবেদক

পশ্চিমা প্রতিনিধিরা এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে

নির্বাচন বিষয়ে দেশের পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেছেন, বিদেশি পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা দেশের প্রতিনিধিরা এলে নির্বাচন গুরুত্ব ও গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু অন্য দেশ হলে গ্রহণযোগ্যতা পাবে না বরং সমালোচনা উঠতে পারে। নির্বাচন পর্যবেক্ষণের গুরুত্ব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ সব কথা বলেন। নির্বাচন বিশেষজ্ঞ শারমিন মুর্শিদ আরও বলেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা বা দেশের প্রতিনিধিরা নির্বাচন অংশগ্রহণমূলক না হলে পর্যবেক্ষণ করেন না। আমাদের দেশে যারা আসছে তারা কোন দেশ থেকে আসছে, সেটি দেখতে হবে। ইতোমধ্যেই ৫০ দেশের পর্যবেক্ষক বাংলাদেশে আসার জন্য আবেদন করেছেন বলে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে সে বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যাদের সম্পর্ক আছে, ব্যবসা বা কাজ আছে সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে আফ্রিকান মহাদেশের গুরুত্ব কম। এছাড়াও যারা আসতে আবেদন করেছে তারা সরকারিভাবে আসছে নাকি বেসরকারি ব্যবস্থাপনায়- সেটিও অন্যতম গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের পর্যবেক্ষণ এলে যে গ্রহণযোগ্যতা তৈরি হয়, আফ্রিকান, নাইজেরিয়ান এলে সেটি হয় না। বরং নির্বাচন-পরবর্তীতে সমালোচনা উঠতে পারে। এর বাইরেও আমাদের স্থানীয় পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন। আমাদের নিজেদেরও বিবেকবোধ বলে কিছু আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি এবং বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়িয়েছে এ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ব্রতীর প্রধান নির্বাহী বলেন, নির্বাচন কমিশন সময় বাড়ানোর উদ্যোগটা খুবই প্রশংসনীয়। এতে বুঝা যায় ইসি চাচ্ছে বেশি মানুষকে পর্যবেক্ষণের সুযোগ দিতে। বেশি মানুষকে যুক্ত করতে। পর্যবেক্ষণে বেশি পর্যবেক্ষক যুক্ত হওয়া একটা ভালো লক্ষণ। পর্যবেক্ষণে কোনো ঝুঁকি আছে কি না জানতে চাইলে শারমিন মুর্শিদ বলেন, পরিবেশটা অন্যরকম। বিদেশি যারা পর্যবেক্ষণ করতে আসেন তাদের একটা ব্যবস্থা থাকে, একটা প্রক্রিয়া থাকে। আর আমাদের স্থানীয় পর্যবেক্ষকদেরও একটা নিজস্ব পদ্ধতি আছে।

এবার অনেক নিয়ম-কানুন হয়েছে। ইসি কতটুকু সুযোগ দেবে সেটিও একটা বিষয়। আমরা বিষয়টি আরও কিছুদিন পর স্পষ্ট হতে পারব। ২০০৮ সালের নির্বাচনে অনেক অবাধ সুযোগ ছিল পর্যবেক্ষকদের। কিছুদিন পার হলে পুরো বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হবে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ খবর