বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওয়ালিউর রহমান বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের                চেয়ারম্যান ছিলেন। ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। হেরিটেজ ফাউন্ডেশন এক বার্তায় জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একজন গবেষকও ছিলেন। মৃত্যু পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠিত বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ওয়ালিউর রহমান ১৯৪২ সালের ২৬ ডিসেম্বর ঝিনাইদহ জেলার শৈলকূপায় কাঁচেরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের ফরেন সার্ভিসের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগদান করেন।

সর্বশেষ খবর