শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্রদূত সীমা মেনে চলবেন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদূত সীমা মেনে চলবেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আশা করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাঁর আচরণের সীমা মেনে চলবেন। একজন রাষ্ট্রদূত হিসেবে কোনো রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে তার অবস্থান নেওয়া উচিত নয়। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করে দলীয় প্রার্থী ও নেতা-কর্মীদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ‘বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, আমরা তাদের সঙ্গে একমত। আমরাও এমনটিই চাই। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে যে পরিমাণ বিভ্রান্তি ছড়ানো হয়েছিল তাতে অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন।

সর্বশেষ খবর