শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বৈশ্বিক চাপ সামলানো কীভাবে

কিছুদিন ধরে চাপে আছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। ইউরোপের বিভিন্ন দেশে কমে গেছে অর্ডার। এর মধ্যেই পোশাক খাত নিয়ে নতুন শঙ্কার জন্ম দিয়েছে সারা বিশ্বে শ্রম অধিকার বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত স্মারক। সম্প্রতি স্মারকটির প্রকাশ অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী বাংলাদেশের শ্রমসংক্রান্ত বিষয় বিশেষভাবে উল্লেখ করেন। বাংলাদেশ এর লক্ষ্যবস্তু হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে সতর্ক বার্তা পাঠিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস। পশ্চিমা বিশ্বের এমন অবস্থানের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচনের যোগসূত্র আছে বলে মনে করছেন অনেকে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন সিনিয়র রিপোর্টার শামীম আহমেদশাহেদ আলী ইরশাদ

শ্রম খাতের ঘাটতি দূর করতে হবে

মার্কিন শ্রমনীতির বিষয়টি রাজনৈতিক নয়

শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে

 

সর্বশেষ খবর